Select Page

বছরের শেষ চমক ‘সাম্রাজ্য’ ও ‘ওমর’-এর পোস্টার

বছরের শেষ চমক ‘সাম্রাজ্য’ ও ‘ওমর’-এর পোস্টার

বছরের শেষ দিকে ফার্স্টলুক পোস্টার প্রকাশ করে মন জিতে নিয়েছেন দুই নির্মাতা খিজির হায়াত খান ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। সিনেমা দুটি হলো যথাক্রমে ‘সাম্রাজ্য’ ও ‘ওমর’।

আজ রোববার (৩১ ডিসেম্বর) বেলা ১১টায় প্রকাশ হয় ‘সাম্রাজ্য’-এর কনসেপ্ট পোস্টার।

যাতে দেখা যাচ্ছে একটি দাবার কোর্ট। কিন্তু গুটি ও কোর্ট রক্তের রঙে রঙিন হয়েছে। ছবির নামের টাইপোগ্রাফিতেও ছোপ ছোপ রক্তের ছাপ। নিচে লেখা ‘রক্তের খেলায় ক্ষমতা বদলায়’। পরিচালক খিজির জানালেন, তারা পোস্টারটি দ্বারা আপাতত দর্শকদের ছবিটি মূল ভাবনা সম্পর্কে ধারণা দিতে চেয়েছেন।

তিনি জানান, বর্তমানে ছবিটির চিত্রনাট্যের তৃতীয় খসড়ার কাজ চলছে। আরও এক মাস লাগবে চূড়ান্ত হতে চিত্রনাট্য। এরপর তারা শিল্পীসহ অন্যান্য জিনিস ঠিক করবেন। আর শুটিং শুরু করবেন নতুন বছরের মাঝামাঝিতে।

অনেকে জানা আছে, মারিও পুজোর উপন্যাস ‘গডফাদার’ অবলম্বনে একই নামে নির্মিত ছবির অনুসরণ করছেন খিজির হায়াত খান। ‘সাম্রাজ্য’ মফস্বলের এক মাফিয়া পরিবারকে নিয়ে। তারা তাদের রাজত্ব বজায় রাখার জন্য কী কী করে তার সবই দেখানোর চেষ্টা থাকবে ছবিতে। খিজির এক্ষেত্রে সহায়তা নিয়েছেন ব্যক্তিজীবনের নানা অভিজ্ঞতা থেকে। তিনি বলেছেন, আমার ছবিটির গল্প আমি তুলে এনেছি আমার দেখা মফস্বল ও ঢাকা শহর থেকে।

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী বছরের শেষ সন্ধ্যায় উন্মোচন করা হলো মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’ ছবির ফার্স্টলুক পোস্টার। প্রকাশিত লুকটি দিয়ে রীতিমত চমকে দিলেন অভিনেতা শরিফুল রাজ। ক্যাপশনে লেখা হয়েছে, সাপলুডু খেলায় প্রতিপক্ষকে সেটা জরুরি না, জরুরি সাপের মুখে না পড়াটা। নতুন বছর নতুন ধামাকা।

‘ওমর’র ফার্স্টলুক পোস্টারে দেখা যায়, ধূসর সাদা হুডিতে মোড়ানো শরিফুল রাজ। মুখ ভর্তি খোঁচা দাড়ি। চোখের এক্সপ্রেশন সাসপেন্সে ভরা।

রাজ ছাড়াও ‘ওমর’ ছবিতে আরও থাকছেন শক্তিমান অভিনেতা শহীদুজ্জামান সেলিম, ফজলুর রহমান বাবু, নাসিরউদ্দিন খান, এরফান মৃধা শিবলু।

ছবির চিত্রনাট্য করছেন সিদ্দিক আহমেদ। খোরশেদ আলমের প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে মাস্টার কমিউনিকেশনসের ব্যানারে। গেল সেপ্টেম্বরে ‘ওমর’ ছবির শুটিং সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ঈদুল ফিতরে মুক্তি দিতে চান পরিচালক রাজ।


মন্তব্য করুন