Select Page

তিয়াত্তরে পা

তিয়াত্তরে পা

67043_e7আজ তিয়াত্তর বছর বয়সে পা রেখেছেন জনপ্রিয় অভিনেতা প্রবীর মিত্র। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেতা প্রায় ৪৬ বছর ধরে চলচ্চিত্র মাধ্যমে কাজ করে যাচ্ছেন। নন্দিত এ অভিনেতার জন্মদিনে বিএমডিবি পরিবারের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা।

তার অভিনয়ের শুরু স্কুলে পড়া অবস্থা থেকে। অভিনয় করেন রবীন্দ্রনাথের ‘ডাকঘর’ নাটকে। এরপর পুরনো ঢাকার লালকুঠিতে শুরু হয় তার নাট্যচর্চা। পরিচালক এইচ আকবরের হাত ধরে ‘জলছবি’ চলচ্চিত্রে তিনি প্রথম অভিনয় করেন। ছবির গল্প ও সংলাপ লিখেছিলেন তারই স্কুল জীবনের বন্ধু এটিএম শামসুজ্জামান। ‘তিতাস একটি নদীর নাম’, চাবুকসহ বেশ কিছু ছবিতে নায়কের ভূমিকায় অভিনয় করেছিলেন। সর্বশেষ করেছিলেন ‘নবাব সিরাজউদ্দৌলা’ ছবিতে। পরবর্তী সময় নায়ক না হয়ে চরিত্রাভিনেতার দিকে মনোযোগী হয়ে ওঠেন তিনি।

মহিউদ্দিন পরিচালিত ‘বড় ভালো লোক ছিলো’ ছবিতে অভিনয়ের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্র্জন করেছিলেন। সর্বশেষ এবারের ঈদে তার অভিনীত ‘মাই নেম ইজ খান’ ছবিটি মুক্তি পায়। এছাড়া সামনে তার অভিনীত আরো কিছু ছবি মুক্তি অপেক্ষায় রয়েছে।

 


মন্তব্য করুন