Select Page

বছরে চার ছবি করবে টিএম ফিল্মস, জনপ্রিয়তা পেলে এক ডজনের পরিকল্পনা

বছরে চার ছবি করবে টিএম ফিল্মস, জনপ্রিয়তা পেলে এক ডজনের পরিকল্পনা

গানবাংলা চ্যানেলের চেয়ারম্যান ফারজানা মুন্নী ও ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ২১ সেপ্টেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে তাদের নতুন উদ্যোগ ‘টিএম ফিল্মস’-এর ঘোষণা দেন। ওই দিন একই মঞ্চে হাজির করেছিলেন ঢাকাই চলচ্চিত্রের প্রধান প্রধান তারকাদের।

অনুষ্ঠানের চমক হিসেবে ছিল শাকিব খান ও বলিউডের নারগিস ফাখরির একটি ছবি করার ইঙ্গিত। সেই থেকে অনেকে টিএম ফিল্মসের পরিকল্পনা সম্পর্কে আগ্রহী হন। এই বিষয়ে সম্প্রতি ফারজানা মুন্নী চ্যানেল আই অনলাইনের মুখোমুখি হন। সেখানে বেশকিছু প্রশ্নের উত্তর দেন।

চলচ্চিত্র প্রযোজনা করবেন এমন ঘোষণা দিয়েছেন ২১ সেপ্টেম্বর। হাতে-কলেমে কাজ শুরুর আগে কীভাবে প্রস্তুত হচ্ছেন? “ছবি শুরুর আগে কিছু অন্যরকম কাজ করতে চাচ্ছি। আমি এবং তাপস দুজনেরই পরিকল্পনা এটি। প্রতিদিনই এটা নিয়ে কাজ করছি। আমাদের দেশে ফিল্মে যারা কাজ করছেন এবং বর্তমানে করছেন তাদের নিয়ে স্টাডি করছি। কে কোন চরিত্রে ভালো করেছে, কার কোনটা ভালো মানায় এগুলো নিয়ে কাজ করছি। ফিল্ম হলো শোবিজ। কাজ শুরুর আগে কিছু বায়ো’স ক্রিয়েট করতে চাই। শুটিং শুরুর আগে সেগুলো প্রকাশ করবো। যাদের নিয়ে টিএম ফিল্মস কাজ করবে তাদের নিয়েই বানাবো। এটা তাদের প্রমো বা তাদের প্রোফাইল হতে পারে। এগুলো দেশ ও দেশের বাইরে কাজে লাগবে। নভেম্বর মাস থেকে এগুলোর কাজ শুরু করব”, বলেন মুন্নী।

তিনি জানান, প্রাথমিকভাবে বছরে চারটি ছবি হবে। যদি প্রথম বছরে সাফল্য আসে পরে চারটা থেকে ছয়টি ছবি করার ইচ্ছে আছে। তিন বছরের মধ্যে যদি সাফল্য চলে আসে, তখন আরও বেশি কাজ করতে করবেন। কোয়ালিটি বজায় রেখেও  বছরে ১২টি ছবি করার সম্ভব হবে।

প্রথম ছবির শুটিং শুরু কবে থেকে? মুন্নী বলেন, “জানুয়ারি (২০২০) থেকে নির্মাণ কাজ শুরু হবে। ২০২০ সালে টিএম ফিল্মস-এর যাত্রা শুরু করবো। বর্তমানে আমরা ভাবনা শুরু করেছি। যাত্রা শুরুর আগে যে ভাবনা দরকার সেটা মিনিমান তিন মাস লাগে। সেটাই আমরা করছি।”

সে হিসেবে চারটা ছবির কাজ ২০২০ সালেই শুরু হবে। বছর শেষের মধ্যে রিলিজও হতে পারে। মুন্নী বলেন, “প্রথম দুটোর কাজ মনে মনে শুরু করে দিয়েছি। সেখানে ইন্ডাস্ট্রির কমবেশি সবাই থাকতে পারেন। যারা বড় বড় শিল্পী, এতদিন ইন্ডাস্ট্রি ধরে রেখেছেন, সাহস নিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন তারাই কাজ করবেন। এক কথায় যারা সবকিছু ঠেলে এই মাধ্যম চাঙ্গা রেখেছেন তাদের নিয়েই প্রথমে বেশি ভাবছি। এই মুহূর্তে নাম জানানোর সময় আসেনি।”

প্রথমে বলছেন শাকিব খান সিনেমায় আসতে অনেক সহযোগিতা করেছেন। তাকে নিয়ে আপনাদের পরিকল্পনা কী? মুন্নীর উত্তর, “শাকিবকে নিয়ে আমাদের অনেক প্ল্যান। প্রথম ছবিটা শাকিব হান্ড্রেন্ট পারসেন্ট করছে। তার সঙ্গে সঙ্গে এখন সিনেমায় যারা কাজ করছে তারা প্রত্যেকেই আমাদের ছবিতে কাজ করবে। শাকিব অনেক কিছুই নির্দেশনা দিয়েছেন আমাদের। প্রচণ্ড ভালো কাজের ক্ষুধা দেখেছি তার মধ্যে। সে অনেকিছুই করতে চায়। কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতা দেখা দেয়। শুধু নিজের জন্য নয়, ওইদিন একমঞ্চে যারা উঠেছিল তাদের মধ্যে কার কোন ছবি করলে ভালো হবে সেগুলো শাকিব আমাদের পরামর্শ দিয়েছেন। ক্যারিয়ারের এই অবস্থানে এসেও শাকিবের এমন ভাবনা আমাদের সামনে আগাতে অনুপ্রেরণা দিয়েছে। যে কোনো প্রয়োজনে সে আমাদের পাশে থাকবে বলেছে। এজন্য তার কাছে কৃতজ্ঞ।”

ভালো সিনেমা বানাবেন! আপনার কাছে ভালো সিনেমা মানে কি ব্যবসাসফল সিনেমা নাকি পুরস্কারজয়ী সিনেমা? “পাঁচজন মানুষ যদি একত্রে বসে থাকে তাহলে পাঁচজন মানুষের পছন্দ পাঁচ রকম হয়। একেক জনের চিন্তা একেক রকম হয়। সিনেমা দেখে কারা এটা নিয়ে রিসার্চ (গবেষণা) করছি। ১৫-২০ বছয় বয়সী যারা ফিল্ম দেখে, তাদের নিয়ে রিসার্চ করেছি। এই জেনারেশনের দর্শক যারা তারা কী ধরণের সিনেমা দেখতে চায়! আবার ২০-৩০ বছরের বয়সের যারা তারা কী ধরণের সিনেমা দেখতে চায় এটা নিয়ে অলরেডি রিসার্চ শুরু করেছি। আমি একজন মানুষ। আমার সংসার, স্বামী, সন্তান, ব্যবসা, পরিবার আছে। এরমাঝে আমি যখন কোনো ফিল্ম দেখতে বসবো ওই সময়টুকু আমার চাওয়া থাকবে আমি হাসতে চাইবো, কাঁদতে চাইবো। আমি সুন্দর একটা স্বপ্নের জগতে যেতে চাইবো। মানে, যে সময়টুকু আমি ফিল্ম দেখতে বসবো ওই টুকু সময় আমি অন্য জগতে যেতে চাই। যে ফিল্ম আমাকে অন্য জগতে পৌঁছে দেবে, বিনোদনে দিয়ে আত্মতৃপ্তি দেবে ওই সময়ে সেটাই আমার কাছে ভালো সিনেমা। চারদিকে এতো অস্থিরতা বিরাজ করছে, এই অস্থির সময়ের মধ্যে যেটুকু সময় আমি ফিল্ম দেখে স্বস্তি খুঁজে পাবো, দুনিয়ার সবকিছু ভুলে যাবো, সেটা আমার কাছে ভালো সিনেমা।”

এখন দেখার বিষয় ঠিক কী কী চমক দিয়ে আগাতে যাচ্ছে টিএম ফিল্মস!


Leave a reply