বন্ধ হয়ে গেল স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শাখা
রাজধানীর বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স শাখাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন মাল্টিপ্লেক্সটির জ্যেষ্ঠ ব্যবস্থাপক মেসবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, “বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ থেকে ভাড়া নিয়ে এখানে স্টার সিনেপ্লেক্সের শাখাটি পরিচালিত হতো। এখন বসুন্ধরা সিটি কর্তৃপক্ষ আমাদের চিঠি দিয়েছে এ জায়গাটা ছেড়ে দেওয়ার জন্য, আমরা জায়গাটি ছেড়ে দিয়েছি। ফলে বসুন্ধরা সিটিতে স্টার সিনেপ্লেক্সের শাখাটি বন্ধ ঘোষণা করা হয়েছে। শিগগিরই সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে আমরা পুরো বিষয়টি নিয়ে আমাদের অফিশিয়াল বক্তব্য জানাবো।”
দেশের সিনেমাপ্রেমী দর্শকদের বিশ্বমানের প্রেক্ষাগৃহ উপহার দেওয়ার লক্ষ্যে ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হল স্টার সিনেপ্লেক্স। পরে মহাখালী এবং জিগাতলায় এর শাখা চালু হয়। সারা দেশে শতাধিক সিনেপ্লেক্স করারও ঘোষণা দেয় স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, “স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা শাখাটি বন্ধ হলেও অন্যান্য যে শাখা আছে সেগুলো চলবে। আপাতত সিনেপ্লেক্সের যে যন্ত্রপাতি আছে সেগুলো আমরা স্টোর করে রাখবো, পরে অন্য কোথাও সিনেপ্লেক্সের শাখা করবার যে পরিকল্পনা আছে আমরা সেভাবে অগ্রসর হবো।”
তিনি আরও বলেন, “বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্স শাখাটি আমাদের জন্য একটি আবেগের জায়গা, দর্শকের জন্য আবেগের জায়গা। সে জন্য একটু তো মন খারাপ হবেই। তবে বসুন্ধরা সিটির সিনেপ্লেক্স বন্ধ হলেও স্টার সিনেপ্লেক্সের কার্যক্রম চলমান থাকবে।”
সম্প্রতি সরকারের কাছে একাধিক দাবি রেখে সংবাদ সম্মেলন করে স্টার সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। সেখানে বলা হয়, করোনা পরিস্থিতিতে সরকার থেকে সাহায্য না পেলে মাল্টিপ্লেক্স চেইনটির কার্যক্রম চালু রাখা সম্ভব হবে না।
/ লেখা ও ছবি: পাভেল রহমান