ববিতার জম্মদিন আজ
আজ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রনায়িকা ববিতার জন্মদিন। বিএমডিবি পরিবারের পক্ষ থেকে ববিতাকে জন্মদিনের শুভেচ্ছা ও অভিনন্দন।
ভগ্নিপতি জহির রায়হান প্রযোজিত ‘সংসার’ নামক ছবির মাধ্যমে তাঁর চলচ্চিত্রে আগমন ১৯৬৮ সালে । তার প্রাথমিক নাম ছিল সিনেমার জন্য সুবর্ণা । তিনি ‘কলম’ নামের একটি টিভি নাটকেও অভিনয় করেছিলেন সে সময় । ১৯৬৯ সালে ‘শেষ পর্যন্ত’ সিনেমাতে অভিনয় করেন তিনি প্রথম নায়িকা চরিত্রে এবং তখন তার নাম হয় ববিতা ।
পরবর্তীতে সত্যজিত রায়ের ‘অশনি সংকেত’সহ অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্রে তিনি অভিনয় করেন। বর্তমানেও অভিনয় করে যাচ্ছেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আলোর মিছিল, বাঁদী থেকে বেগম, ডুমুরের ফুল, গোলাপী এখন ট্রেনে, নয়নমনি, সুন্দরী, অনন্ত প্রেম, লাঠিয়াল, এক মুঠো ভাত, এখনই সময়, জন্ম থেকে জ্বলছি প্রভৃতি।
বর্তমানে তিনি বিভিন্ন সমাজ সেবামূলক কার্যক্রমের সাথেও জড়িত আছেন।