বলিউডের অখ্যাত অভিনেতাকেও বিরক্ত করে ছাড়লেন অনন্য মামুন
ভাই আমির খানের সঙ্গে ২০০০ সালে ‘মেলা’ নামে একটি ফ্লপ সিনেমায় অভিনয় করেছিলেন ফয়সাল খান। এর আগে-পরে আরো কিছু কাজ করলেও তার নায়ক পরিচয়ে অর্জন বলতে এটুকুই। সেই অভিনেতাকে সিনেমায় কাস্ট করা নিয়ে অনন্য মামুন এত বেশি ঢাক-ঢোল পিটিয়েছেন যে, বিরক্ত হয়ে ‘না’ বলে বাঁচলেন তিনি।
নির্মাতা, চিত্রনাট্যকার, প্রযোজক ও ভারতীয় সিনেমার আমদানিকারক বা মধ্যস্থতাকারী; নানা পরিচয়ের মাঝে অনন্য মামুনের আরেকটি দৃশ্যমান গুণ হলো- অনবরত নিজের নির্মিতব্য সিনেমার বিজ্ঞাপন করা। এবং বেশির ভাগ ক্ষেত্রেই ছবিগুলো মুখ থুবড়ে পড়েছে। এমন সাইকোপ্যাথ বা দরদ এমন নামে গুঞ্জনে থাকা শাকিব খানের সিনেমার অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্টে না গিয়ে একের পর এক খবর ছড়িয়েই যাচ্ছেন। প্রথম ভারতীয় চার অখ্যাত নায়িকা নিয়ে তোড়পাড় করলেন, তারপর মঞ্চে এলো আমির খানের ভাই ফয়সাল খানের নাম।
কয়েকদিন আগেই ঘোষণা দেন তার নতুন সিনেমায় কাজ করবেন বলিউড অভিনেতা ফয়সাল খান। বিষয়টি নিয়ে অনুসন্ধানেও নামে ঢাকার শীর্ষ দৈনিক। তখন যোগাযোগের তথ্য স্বীকার করলেও চুক্তি হয়নি বলে জানান। পরে ফয়সাল খান জানালেন মামুনের ছবিতে থাকছেন না তিনি। গত বৃহস্পতিবার (৩ আগস্ট) রাতে এক ভিডিও বার্তায় এ ঘোষণা দেন অভিনেতা।
ভিডিওতে ফয়সাল বলেন, “আমি মামুনের ছবিতে অভিনয় করছি না। তবে (বাংলাদেশের) আলী জুলফিকার জাহেদীর ‘সুইং’ ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি। ছবিটি বাংলা ও হিন্দিতে নির্মিত হবে।”
মামুনের সিনেমায় কাজ না করার প্রসঙ্গে ফয়সাল বলেন, ‘বাংলাদেশের নির্মাতা মিস্টার মামুনের সিনেমায় কাজ করার কথা ছিল। এ বিষয়ে তার সঙ্গে কথাও হয়েছিল। সিনেমাটি করব বলেও জানিয়েছিলাম। কিন্তু আমার সঙ্গে মামুন চুক্তি করার আগেই পাবলিসিটি করেছে। এটা আমার পছন্দ হয়নি। এ কারণে সিনেমাটি আমি ছেড়ে দিয়েছি।’
অনন্য মামুন বেশ কিছুদিন আগে জানিয়েছেন শাকিব খানকে নিয়ে ভারতের প্রযোজনায় প্যান-ইন্ডিয়ান ধাঁচের বহুভাষার সিনেমা নির্মাণ করবেন। নায়িকাও নেওয়া হবে বলিউড থেকে। শুরুতে বলা হয়েছিল এটি যৌথ প্রযোজনার। সম্প্রতি জানালেন, আসলে এটি যৌথ প্রযোজনার সিনেমা নয়। ভারতের কলকাতার এসকে মুভিজের সঙ্গে মুম্বাইয়ের একটি প্রযোজনা সংস্থা মিলে সিনেমাটি প্রযোজনা করছে।
কিছুদিন ধরে বলে আসছিলেন, শাকিব খান যুক্তরাষ্ট্র থেকে ফিরলে ৮ আগস্ট এ বিষয়ে চূড়ান্ত ঘোষণা দেবেন। পরে জানান, এই নায়কের ফিরতে দেরি হলেও ঘোষণা পরে আসবে।
এর আগে অনন্য মামুনের মধ্যস্থতায় এসকে মুভিজের ‘চালবাজ’ সিনেমায় অভিনয় করেন শাকিব খান। সিনেমাটি শুরুতে যৌথ প্রযোজনার নামে মুক্তির চেষ্টা করে ব্যর্থ হন তিনি। পরে ভারতীয় সিনেমা হিসেবে মুক্তি পায়। কিন্তু বাংলাদেশ বা ভারত কোথাও সাড়া পায়নি। এছাড়া ওটিটির জন্য এই নায়ককে নিয়ে নির্মাণ করেন ‘নবাব এলএলবি’। এ সিনেমাটিও ওটিটি ও বড়পর্দা দুই মাধ্যমেই ব্যর্থ। তবে কিছুটা প্রশংসা পায়।