বলিউডে সব ছবির বাজেট ১০০ কোটি হয় না, ’দরদ’-এর মুক্তির তারিখ জানিয়ে অনন্য মামুন
কখনো পুরোদস্তুর বলিউড সিনেমা, কখনো বা প্যান-ইনডিয়ান সিনেমা হলে দাবি করছেন অনন্য মামুন। তবে ‘দরদ’ কতটা বাংলাদেশি সিনেমা তার উত্তর জানা যাবে মুক্তির পর।
গত মাসে টানা শুটিংয়ে শেষ হয়েছে ভারতীয় অংশের কাজ। এবার যৌথ প্রযোজনার নিয়ম অনুসারে বাংলাদেশ অংশের শুটিং শুরু হতে যাচ্ছে। তার আগেই সিনেমাটির ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা দূর করতে ফেসবুক লাইভে আসেন এ পরিচালক। এ প্রসঙ্গে জানালেন বাজেট, মুক্তির তারিখ ও অন্যান্য বিষয়।
তিনি জানান, ভারত ঘুরে চলতি মাসেই এর শুটিং হবে বাংলাদেশে। অনন্য মামুনের তথ্য মতে, এতে অংশ নিতে ঢাকায় পা রাখবেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। তবে পরিচালকের জোর দাবি, নায়িকার হদিস পাবে না কেউ।
আজ (২ ডিসেম্বর) ফেসবুক লাইভে এসে সমালোচকদের উদ্দেশে বলেন, ‘‘আগামী ২ ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘দরদ’। এর কোনো নড়চড় হবে না। অনেকে বলছেন, শুটিং বন্ধ হয়ে গেছে, মুক্তি পাবে না—এগুলো কথা কানে নেবেন না কেউ। শুটিং ডিসেম্বরেই হবে। বাংলাদেশেই হবে। সোনাল চৌহানও অংশ নেবেন। তবে কবে থেকে হবে, কোথায় হবে, চৌহান ঢাকায় কবে আসবেন—গ্যারান্টি দিচ্ছি কেউ তা বলতে পারবেন না। আমি জানি, এটা জানলে বাংলাদেশে যেখানেই শুট করি না কেন, আমরা ক্যামেরা আটকাতে পারব না।’
‘দরদ’র আগামী কাজ প্রসঙ্গে পরিচালক বলেন, ‘‘দরদ’র প্রত্যেকটা জিনিস প্রথমে হিন্দিতে রিলিজ হবে। এটা আমার ও শাকিব ভাইয়ের প্ল্যান। অনেকেই বলছেন এটা বলিউড ছবি কি না? মনে রাখতে হবে, বলিউডে সব ছবির বাজেট ১০০ কোটি হয় না। ছবির বাজেট নির্ভর করে গল্পের ওপর। গল্পই বলে দেবে আপনি ওই ছবিতে কত টাকা ইনভেস্ট করবেন। এমন কোনো নতুন টেকনোলজি নেই যে ‘দরদ’-এ আমরা ব্যবহার করিনি। এ ছবির প্রত্যেক আর্টিস্টকে আপনারা দেখেছেন; রাহুল দেব, রাজেশ শর্মা—হিন্দি একটা সিনেমায় যে পরিমাণ আর্টিস্ট থাকে তার কোন অংশে ‘দরদ’ নাই?’’
সমালোচকদের উদ্দেশে পরিচালক বলেন, ‘‘দরদ’ একটা পুরাদস্তুর বলিউড ফিল্ম হচ্ছে। দারুণভাবে বলিউডে শাকিব খানের এন্ট্রি হচ্ছে। আগামী এপ্রিলে পরবর্তী প্রজেক্টে অনেক বড় একটা ধামাকা অপেক্ষা করছে। যাঁরা এখনও এফডিসিকেন্দ্রিক চার দেয়াল থেকে বের হতে পারছেন না, তাদেরই এই জিনিসগুলো সহ্য হচ্ছে না। আপনারা এত ব্যস্ত তো নিজেদের কাজের আপডেটাই দেন। আর শাকিবিয়ানদের বলছি, এদের ভিডিওতে রিপোর্ট করুন। তাহলে সব ঠিক হয়ে যাবে।’’
বাজেট প্রসঙ্গে অনন্য মামুন বলেন, দরদ এত সহজ প্রজেক্ট না। এটি ১০ কোটি টাকার প্রজেক্ট।
‘দরদ’ সিনেমাটি যৌথভাবে প্রযোজনা করছে ভারতের এস কে মুভিজ, ওয়ান ওয়ার্ল্ড মুভিজ, বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট ও কিবরিয়া ফিল্মস। এতে আরো অভিনয় করার কথা রয়েছে বাংলাদেশের শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, জেসিয়া ইসলাম, ভারতের রাহুল দেব প্রমুখ অভিনয়শিল্পীর। ছবিটি বাংলাসহ হিন্দি, তামিল, তেলুগু, মালয়ালাম, কর্ণাটক―এই ছয় ভাষায় মুক্তি পাবে।