Select Page

পোষা কুকুর নিয়ে মাহির সিনেমা

পোষা কুকুর নিয়ে মাহির সিনেমা

fc7783ea0f0e6368c483a76138ec4ae1-1

সিনেমার নায়িকাদের নানান ধরনের হবি থাকে। কারো কারো হবি কুকুর পোষা। এবার মাহির পোষা কুকুর নিয়ে নির্মিত হচ্ছে সিনেমা। তবে, হ্যা সত্যিকারের গল্প নয় এটি। মাহি প্রযোজিত প্রথম সিনেমার গল্প এমন।

‘মায়ার বাঁধন’ নামের সিনেমাটি প্রযোজনা করছে মাহির প্রতিষ্ঠান স্করপিয়ন। পরিচালনা করবেন অশোক পাতি। সম্প্রতি যৌথ প্রযোজনার চলচ্চিত্রটির বিভিন্ন দিক নিয়ে আলোচনা শেষে কলকাতা থেকে ঢাকায় ফিরলেন তিনি। সেপ্টেম্বরে শুরু হতে পারে ‘মায়ার বাঁধন’র শুটিং।

এখনো নায়ক ঠিক হয়নি। এ প্রসঙ্গে মাহি প্রথম আলোকে বলেন, ‍“নায়ক এখনো চূড়ান্ত করতে পারিনি। তবে এটাও ঠিক যে, ‘মায়ার বাঁধন’ ছবিতে নায়কের চরিত্রটি খুব একটা গুরুত্বপূর্ণ নয়। তার মানে, এটি নায়ক প্রধান চলচ্চিত্র নয়।”

সিনেমার গল্প নিয়ে বলেন, ‘নায়িকা ও তাঁর পোষা কুকুরকে নিয়ে ছবিটির গল্প। বাংলাদেশের সিনেমার ক্ষেত্রে তা একেবারে নতুন বলতে পারেন।’

এ ছাড়া মাহি জনপ্রিয় সিনেমা ‘অগ্নি’র নতুন সিক্যুয়ালের অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেন। আরো জানান, তেমনটাই জাজ মাল্টিমিডিয়ার পরিকল্পনা।


মন্তব্য করুন