Select Page

শাকিব-দিঘী নয় সাইমন-অহনা

শাকিব-দিঘী নয় সাইমন-অহনা

393869_218475771572371_2123962859_n

বছরখানেক আগে খবর রটেছিল দিঘীর কামব্যাক সিনেমা হতে যাচ্ছে পি এ কাজল পরিচালিত ‘অশিক্ষিত ছেলে’। সেখানে তাকে দেখা যাবে শাকিব খানের বন্ধু চরিত্রে। তবে নায়িকা থাকবে অন্য কেউ। এমন খবরে দিঘী ভক্তরা খুশির সঙ্গে সঙ্গে অবাকও হয়েছিলেন।

দিঘীর পক্ষ থেকে সে গুজব নাকচ করে দেওয়া হয়। পরে সিনেমাটির আর কোনো সংবাদ পাওয়া যায়নি।

নতুন খবর হলো ‘অশিক্ষিত ছেলে’র কাজ শুরু হতে যাচ্ছে। তাতে অভিনয় করবেন সাইমন সাদিকঅহনা। তবে এখানে নায়কদের বন্ধুর চরিত্রটি থাকছে কিনা জানা যায়নি।

3_305174

ইতোমধ্যে কাজলের ‘চোখের দেখা’ ছবির শুটিং শেষ করে এনেছেন এ দুই শিল্পী। একদিন শুটিংয়ের বাকি আছে সিনেমাটির। এরই মাঝে কাজল তাদের চুক্তিবদ্ধ করেছেন ‘অশিক্ষিত ছেলে’ ছবিতে। নভেম্বর থেকে এ ছবির শুটিং শুরু হবে।

শাকিব ও দিঘী জনপ্রিয় কিছু সিনেমায় এর আগে দেখা গিয়েছে।

 


অামাদের সুপারিশ

মন্তব্য করুন

ই-বুক ডাউনলোড করুন

BMDb ebook 2017

স্পটলাইট

Saltamami 2018 20 upcomming films of 2019
Coming Soon
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?
ঈদুল আজহায় কোন সিনেমাটি দেখছেন?

[wordpress_social_login]

Shares