বসের সঙ্গে পাঙ্গা, যমের সঙ্গে পাঞ্জা!
ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে শামীম আহমেদ রনি পরিচালিত ও শাকিব খান–বুবলি অভিনীত ‘বসগিরি’। দর্শক আগ্রহের শীর্ষে থাকা সিনেমাটির পরিচালক শনিবার “বসগিরি’নামা…” শিরোনামে দীর্ঘ ফেসবুক স্ট্যাটাস দেন।
ওই স্ট্যাটাস থেকে সিনেমাটির নানা বিষয়ে জেনে নিন—
# খান ফিল্মস প্রযোজিত ‘বসগিরি’ সাম্প্রতিক কালের সবচাইতে ব্যয়বহুল ছবি (আমি যৌথ প্রযোজনার সিনেমার কথা বলছি না)। এই কথার সত্যতা আপনারা স্ক্রিনে পাবেন। বাংলাদেশে শ্যুটিং চলাকালীন সময় আমরা স্ট্যাডিক্যাম, রোনিন, ওজমো, ড্রোন-সহ সমস্ত টেকনোলজি ব্যবহার করেছি। দেশের বাইরে শ্যুটিংয়ে আমরা অত্যাধুনিক এলেক্সা এক্সটি ক্যামেরা ইউজ করেছি। ছবিটি দেখার সময়েই অ্যারেঞ্জমেন্ট দেখে বুঝে যাবেন কেন বলছি আমি এটি দেশীয় নিজস্ব প্রযোজনায় নির্মিত সিনেমার মধ্যে সবচাইতে ব্যয়বহুল।
# ‘বসগিরি’তে রয়েছে অসম্ভব সুন্দর একটি গল্প। গল্পটির মূল আইডিয়া সুপারস্টার শাকিব খানের। এরপর অসম্ভব সুন্দর করে গল্পটি বিন্যাস করেছে ‘ল্যাভ ম্যারেজ’খ্যাত দেলোয়ার হোসেন দিল। দিল গল্পটি করার পর আমার প্রযোজক টপি খান ভাই, আমি এবং আমার টিম একসাথে সেটিকে আরো বেটার করার চেষ্টা করেছি। আবদুল্লাহ জহির বাবু ভাই সেটিকে প্রাণ দিয়েছেন। কিন্তু এতোসব করেও যখন গল্পটির হার্ট আমরা বসাতে পারছিলাম না, তখন সেই কাজটি মাত্র কয়েক সেকেন্ড ভেবে করে দিয়েছেন দেশের সবচাইতে বড় প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ ভাই।
# আমি যা যা সাপোর্ট চেয়েছি আমার প্রযোজক তার সবই দিয়েছেন। আমি বাজেট ক্রস করার পরেও। দিয়েছেন এই কারণে যে, শুধুমাত্র একটি ভালো ছবি যাতে হয়। এবং ইনশাআল্লাহ হয়েছেও তাই।
# শাকিব খানের নিউ লুক থেকে শুরু করে বুবলি সবই ‘বসগিরি’র চমক। অমিত হাসান ভাইকে ডিকে চরিত্রে আমরা যে লুক দিয়েছি সেটি দেখে আগের অমিত হাসানকে আপনারা চিনতেই পারবেন না। সিস্টেম চরিত্রে মজনুন মিজান ভাইয়ের অভিনয় কিংবা পিকে চরিত্রে চিকন আলী অথবা মিটার চরিত্রে জাহিদ বা পাগলু চরিত্রে মারুফ খানকে মনে হবে প্রতিটি আপনার আমার পাশের চরিত্র।
# আর রজতাভ দত্ত রনি’র কথা কি বলবো … জাস্ট শাকিব ভাই আর রনি দা’র কেমেস্ট্রিটা দেখুন। তারপর নিজেই বলুন।
# ‘বসগিরি’র সাথে জাজের সম্পৃক্ততা নিয়ে অনেক কথা আছে, কিন্তু সত্য এটিই যে, বসগিরি খান ফিল্মসের ছবি। এবং জাজ সব ধরনের সহযোগীতা করেছে আমার প্রযোজককে একটি ভালো ছবি বানানোর জন্য। আর জাজ সম্পৃক্ত থাকাতে সেটি আমাদের জন্য অনেক সহজ হয়েছে।
# ‘বসগিরি’র আরেক আকর্ষণ ছবির গান। এই বিষয়ে কিছুই বলবো না। শুধু দেখুন…
… অপেক্ষার পালা এবার শেষ … আগামীকাল (রোববার) থেকেই একে একে টিজার, গান, ট্রেলার পাওয়া শুরু করবেন … কাজেই রেডি হয়ে যান… বস কিন্তু আইতাছে … আর পাশের জনকে বলে দিন… “বসের সাথে পাঙ্গা আর যমের সাথে পাঞ্জা… সেইম টু সেইম” …