Select Page

বাংলাদেশের ‘দাগ’ উত্তর আমেরিকা-ইউরোপে

বাংলাদেশের ‘দাগ’ উত্তর আমেরিকা-ইউরোপে

আলোচিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দাগ’-এর টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে আমেরিকা ও ইউরোপের কয়েকটি দেশে। বিজয় দিবসের আগেই বিশ্বখ্যাত শর্ট ফিল্ম প্ল্যাটফর্ম শর্টসটিভিতে ছবিটির প্রিমিয়ার হচ্ছে বলে জানিয়েছেন নির্মাতা জসীম আহমেদ।

‘দাগ’-এর টেলিভিশন লাইসেন্সি ও বিশ্ব পরিবেশনার দায়িত্বে থাকা শর্টস ইন্টারন্যাশনাল লিমিটেডের একুইজিশন কর্মকর্তা জেনি হেইডেন বলছেন, ‘খুব শিগগিরই আমরা ভারতে একটি চ্যানেল চালু করছি। সে জন্যই প্রাথমিকভাবে আমরা ছবিটি নিতে চেয়েছিলাম। কিন্তু ছবিটি এত শক্তিশালী ও আকর্ষণীয় যে আমেরিকা, ইউরোপ ও মধ্যপ্রাচ্যে আমাদের ৪০ মিলিয়ন গ্রাহককে দেখানোর সুযোগ হাতছাড়া করতে চাইনি।’

এ বিষয়ে নির্মাতা জসীম আহমেদ বলেন, “প্রথমবার ছবিটি দেখে জেনি হেইডেন বলেছিলেন— ‘অসাধারণ সিনেমা। একটু সময় দাও, আমি চেষ্টা করছি একটা ভালো অফার নিয়ে আসতে।’ ধন্যবাদ শর্টসটিভি ও জেনিকে, কথা আর কাজে অসাধারণ মিল রেখে ‘দাগ’-এর পাশে দাঁড়ানোর জন্য।”

ছবিটি বাংলাদেশের দর্শকরা কবে দেখতে পাবেন? এ প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমেরিকা ও ইউরোপ প্রিমিয়ারের ৬ মাসের মধ্যেই বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া প্রিমিয়ার হবে থ্রিলারটির।’

ছবিটি প্রচারের বিস্তারিত সূচি পাওয়া যাবে শর্টসটিভির ওয়েবসাইটে।

১৩ মিনিট দৈর্ঘ্যের ‘দাগ’-এ অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, শারমিন জোহা শশী ও বাকার বকুল।


Leave a reply