বাংলাদেশে ‘ফ্লপ’ কলকাতার ‘জিও পাগলা’
সাফটা চুক্তির আওতায় শুক্রবার কলকাতার ছবি ‘জিও পাগলা’ মুক্তি পেয়েছে বাংলাদেশে। ৪৩টি হলে মুক্তি পাওয়া ছবিটি প্রথম দুইদিনেই ‘ফ্লপ’ তাকমা পেয়েছে। এক প্রতিবেদনে এমনটা জানায় চ্যানেল আই অনলাইন।
রাজধানীর বলাকা সিনেমা হলের ম্যানেজার মোহাম্মদ আকতার বলেন, শুক্রবার থেকে রোববার পর্যন্ত একটি শো-ও হাউজফুল হয়নি। সঙ্গত কারণে কত টাকার বিক্রিবাট্টা হয়েছে এটি বলতে চাই না। তবে বলাকার দর্শকদের কাছে ‘জিও পাগলা’ ফ্লপ ছবি।
মধুমিতা সিনেমা হলের মালিক ও সিনেমা হলমালিক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নওশাদ বলেন, আমার হলে ভালো ব্যবসা করলে ছবির সেল সব শো মিলিয়ে আসে ৮০ হাজার থেকে ১ লাখ টাকা। সেখানে শুক্রবারে ‘জিও পাগলা’ সবমিলিয়ে শো দিয়ে ৩৫ হাজার টাকা সেল হয়েছে। এবার বুঝুন কত খারাপ অবস্থা।
বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন বললেন, আহামরিভাবে চলছে না ছবিটি। হাউজফুলের দেখা পাইনি। প্রতিদিন সময় ১১ টা ও ৪ টা দুটি করে শো প্রদর্শিত হচ্ছে। তিনি বলেন, গত দুদিনে আসন সংখ্যার ৪০ শতাংশ দর্শক জিও পাগলা দেখছে।
জোনাকি সিনেমা হলের ভারপ্রাপ্ত ম্যানেজার দেলোয়ার হোসেন বলেন, শুক্রবার পাঁচটি শো থেকে ২১ হাজার টাকা, শনিবার চার শো থেকে ৮ হাজার টাকা।
পুরান ঢাকার জিঞ্জিরা সিনেমা হলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মচারী বলেন, শুক্রবারে মুক্তির প্রথম দিনে ৪০ হাজার টাকা সেল হয়েছে। শনিবার তিন শো থেকে সেল হয়েছে ২৩ হাজার টাকা। রোববার দর্শক নেই বললেই চলে! সপ্তাহের বাকি দিনগুলো ছবি চলবে কিনা সন্দেহ!
‘জিও পাগলা’ নির্মাণ করেছেন রবি কিনাগী। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন যিশু সেনগুপ্ত, শ্রাবন্তী, সোহম চক্রবর্তী, ঋত্বিকা সেন, হিরণ চ্যাটার্জি, বনি সেনগুপ্ত, কৌশানি মুখার্জি, পায়েল সরকার প্রমুখ।
উল্লেখ্য, সিনেমাটি পশ্চিমবঙ্গেও খুব একটা চলেনি।