বাকি থাকলো আইটেম গান
ঈদুল ফিতরকে কেন্দ্র করে ‘সুপার হিরো’ মুক্তি দেওয়ার প্রস্তুতি চলছে। হার্টবিট প্রোডাকশনের ছবিটি পরিচালনা করছেন আশিকুর রহমান। শনিবার শেষ শুটিং করলেন শাকিব খান। আর বাকি থাকল আইটেম গান।
ছবিটি সম্পর্কে এনটিভি অনলাইনকে আশিকুর রহমান বলেন,‘আজ আমরা ছবির শেষ সিক্যুয়েন্সের কাজ শেষ করব।এই সিক্যুয়েন্সের মধ্যে দিয়ে শাকিব খানের শুটিং শেষ হবে। তবে একটি আইটেম গানের শুটিং বাকি থাকবে। আইটেম গানে শাকিব পারফর্ম করবেন না। আমরা ২৯ তারিখ গানটির শুটিং করার পরিকল্পনা করেছি।’
আরো জানান, ছবিটির যতটুকু শুটিং হয়েছে আগে— ইতোমধ্যে তার সম্পাদনা ও ডাবিং সম্পন্ন হয়েছে। আইটেম গানের শুটিং শেষ করার পর মাত্র একদিনেই এডিটিং হয়ে যাবে।
তার ভাষ্যে, ‘আমি আশা করছি, আগামী সপ্তাহে ছবিটি সেন্সরে জমা দিতে পারবো। আমরা ছবিটি ঈদে মুক্তি দেওয়ার জন্যই প্রস্তুত করছি।’
‘সুপার হিরো’ছবির অধিকাংশ শুটিং হয়েছে অস্ট্রেলিয়ায়। কিন্তু বিদেশে শুটিং করার জন্য তথ্য মন্ত্রণালয়ের অনুমতি নেননি ছবির প্রযোজক তাপসী ফারুক। বিষয়টি স্বীকার করে দিসি সম্প্রতি তথ্য মন্ত্রণালয়ে ক্ষমা প্রার্থনা করে চিঠি দিয়েছেন।
এর আগে ‘সুপার হিরো’র বিরুদ্ধে নিপা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান তথ্য মন্ত্রণালয়ে আভিযোগ করে। অভিযোগপত্রে সরকারি অনুমতি ছাড়া অস্ট্রেলিয়ায় শুটিং করার কারণে ‘সুপার হিরো’কে সেন্সর বোর্ডের ছাড়পত্র না দেওয়ার আহ্বান জানানো হয়। অভিযোগপত্রে বলা হয়, ‘সুপার হিরো নামক ছবিটি সরকারি অনুমতি ব্যতীত, সরকারের রাজস্ব ও ভ্যাট ফাঁকি দিয়ে অবৈধ পথে দেশ থেকে টাকা নিয়ে ২২/০১/২০১৮ হইতে ১০/০২/২০১৮ ইং পর্যন্ত অস্ট্রেলিয়া শুটিং করিয়া আসিতেছে এবং ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তি দেওয়ার প্রস্তুতিও গ্রহণ করিয়াছে। এতে করে আমরা সাধারণ প্রযোজকরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। সুপার হিরো নামক ছবিটি নিয়ম না মানার কারণে সেন্সর সনদপত্র পাওয়ার যোগ্যতা হারিয়েছে।’
থ্রিলারধর্মী এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব-বুবলিসহ অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।