Select Page

বাজেটের দ্বিগুণ দামে বিক্রি ‘নূর’, বাজেটই বা কত?

বাজেটের দ্বিগুণ দামে বিক্রি ‘নূর’, বাজেটই বা কত?

পরিচালক রায়হান রাফী জানালেন, ওটিটিতে মুক্তি দিয়ে লগ্নির দ্বিগুণ টাকা আয় করেছে ‘নূর’। আরিফিন শুভ ও ঐশী অভিনীত সিনেমাটি আগামী ১০ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ওটিটি প্লাটফর্ম বায়োস্কোপ প্লাস।

প্রায় ছয় বছর আগে শুটিং হয়েছিল ‘নূর’-এর। এখনকার সময়ে সিনেমাটির প্রাসঙ্গিকতা নিয়ে কালের কণ্ঠকে এ নির্মাতা বলেন, ‘নূর যে সময়ের ছবি, তখনকার হিসেবে বেশ ভালো। ৪৫-৫০ লাখ টাকা বাজেটে ছবিটি বানিয়েছি। এরপর আমার অনেকগুলো ছবি এসেছে। আমার কাজ এবং সময় দুটোতেই পরিবর্তন এসেছে। তবু এখনো পর্যন্ত ছবিটা নিয়ে মানুষের প্রতিক্রিয়া পজিটিভ। সোশ্যাল মিডিয়ায় ছবিটি নিয়ে পজিটিভ রিঅ্যাকশন দেখতে পাচ্ছি।’

প্রেক্ষাগৃহে মুক্তি না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সিনেমা হলে দেওয়ার ইচ্ছা আসলেই ছিল। কিন্তু সেটার জন্য আরো কিছু দৃশ্য রি-শুট করতে হতো। তার জন্য অনেক টাকারও দরকার। যেটার জোগান ছিল না। আবার দেশের পরিস্থিতি পরিবর্তন হয়েছে, প্রযোজক ছবিটি আরেকজনের কাছে বিক্রি করেছেন। সব মিলিয়ে অনেক জটিলতা ছিল। তাই ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে এবং আমার মনে হয়, ওটিটির জন্য এটা বেশ ভালো কনটেন্ট। মানুষ ঘরে বসে ছবিটা দেখবে, আবেগে চোখ ভিজবে, নিজে নিজেই মুছে নেবে। আরেকটা কথা বলি, ‘নূর’ কিন্তু অলরেডি হিট হয়ে গেছে। যে বাজেটে ছবিটি বানিয়েছি, তার ডাবল টাকায় ওটিটিতে বিক্রি হয়েছে। ব্যবসাসফল ছবি হিসেবেই এটি মুক্তি পাচ্ছে। সুতরাং আমার টেনশন নেই।’

ছবিটি নিয়ে আপনি কোনো প্রচারণা করছেন না কেন? এমন প্রশ্নে রায়হান রাফী বলেন, ‘আমি চাই দর্শক কথা বলুক। আর সব ছবি নিয়ে তো একই রকম প্রচারণা করা সম্ভব না। যে ছবির জন্য যতখানি দরকার, ততখানিই করি। ‘নূর’-এর ট্রেলার-গানও শেয়ার করব। কদিন ধরে আমি অসুস্থ। পাশাপাশি অন্যান্য ব্যস্ততাও আছে। তা ছাড়া মানুষ এরই মধ্যে ছবিটি নিয়ে কথা বলছেন। মুক্তির পর এই চর্চা আরো বাড়বে। শুভ-ঐশী জুটিকেও মানুষ পছন্দ করবে।’


Leave a reply