বাদশার সেটে জিৎ
যৌথ প্রযোজনার সিনেমা ‘বাদশা’র শুটিং টিমে যোগ দিয়েছেন কলকাতার নায়ক জিৎ। ঢাকায় তার শুটিংয়ের ব্যাপ্তি এক সপ্তাহ। তার বিপরীতে আছেন নুসরাত ফারিয়া।
শনিবার রাতে ঢাকায় পৌঁছেন জিৎ। উঠেছেন লা মেরিডিয়ান হোটেলে। রবিবার সকালেই হাজিরা দেন ‘বাদশা’র সেটে।
সপ্তাহ খানেক আগে সিনেমাটির শুটিং শুরু হয়েছে বাংলাদেশে। পরিচালনা করছেন কলকাতার বাবা যাদব।