‘বাপজানের বায়োস্কোপ’ বন্ধের প্রতিবাদে মানববন্ধন
মাসুম রেজার কাহিনীতে রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়োস্কোপ’ প্রেক্ষাগৃহে প্রদর্শন বাধা দেওয়ার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শহীদ মিনারে চত্তরে সাংস্কৃতি সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রটি ৬৮টি প্রেক্ষাগৃহে বুকিং নিয়ে মুক্তির পর ৪০টি সিনেমা হলে প্রদর্শন বন্ধ করে দেওয়ায় প্রতিবাদ করা হয় এ কর্মসূচি থেকে।
পরিচালকের দাবি, একটি কুচক্রী মহল নির্মাণশৈলী ও সাফল্যে ঈর্ষান্বিত হয়ে হল মালিকদের ভয়ভীতি দেখিয়ে সিনেমাটি বন্ধ করতে বাধ্য করেছে।
রিজু এই ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা জানান। এ সময় নগর নাট্যদল, প্রথম আলো বন্ধু সভা ত্রিবেণী টাঙ্গাইল, সংকেত নাট্যদল, টাঙ্গাইল ফিল্ম সোসাইটির সদস্যরা সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করে।