Select Page

‘বাপজানের বায়োস্কোপ’ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

‘বাপজানের বায়োস্কোপ’ বন্ধের প্রতিবাদে মানববন্ধন

cine 2

মাসুম রেজার কাহিনীতে রিয়াজুল রিজু পরিচালিত ‘বাপজানের বায়োস্কোপ’ প্রেক্ষাগৃহে প্রদর্শন বাধা দেওয়ার প্রতিবাদে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে স্থানীয় শহীদ মিনারে চত্তরে সাংস্কৃতি সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও তার পরবর্তী সময়ের ঘটনা নিয়ে নির্মিত চলচ্চিত্রটি ৬৮টি প্রেক্ষাগৃহে বুকিং নিয়ে মুক্তির পর ৪০টি সিনেমা হলে প্রদর্শন বন্ধ করে দেওয়ায় প্রতিবাদ করা হয় এ কর্মসূচি থেকে।

পরিচালকের দাবি, একটি কুচক্রী মহল নির্মাণশৈলী ও সাফল্যে ঈর্ষান্বিত হয়ে হল মালিকদের ভয়ভীতি দেখিয়ে সিনেমাটি বন্ধ করতে বাধ্য করেছে।

রিজু এই ধরনের কার্যকলাপের তীব্র নিন্দা জানান। এ সময় নগর নাট্যদল, প্রথম আলো বন্ধু সভা ত্রিবেণী টাঙ্গাইল, সংকেত নাট্যদল, টাঙ্গাইল ফিল্ম সোসাইটির সদস্যরা সংহতি প্রকাশ করে মানববন্ধনে অংশগ্রহণ করে।


মন্তব্য করুন