নির্মাতা চাননি ভুল উচ্চারণ, নায়কের মামলা!
‘আমার সিনেমার সেন্সর হয়ে গেছে, আমার ভাবার আর কোনো জায়গা নেই। আর ভুল উচ্চারণে আমার সিনেমা রিলিজ হবে না। মামলা চলবে। আদালত যেভাবে চান, সেটাই হবে।’— ফেসবুকে মঙ্গলবার কথাগুলো লেখেন নির্মাতা অনন্য মামুন।
ঘটনা হলো, মুক্তি প্রতিক্ষীত ‘আমি তোমার হতে চাই’ ছবির প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলজি ও পরিচালকের বিরুদ্ধে মামলা করেছেন নায়ক বাপ্পী। ছবিতে ডাবিং অন্যকে দিয়ে করানো হয়েছে বলে এ নায়কের অভিযোগ।
যুগান্তর জানায়, ঢাকার সিনিয়র সহকারি জজ ৪র্থ আদালতে দায়ের করা এ মামলায় (নং-৪০৫/২০১৬) ছবির পরিচালক অনন্য মামুন, প্রযোজনা প্রতিষ্ঠান লাইভ টেকনোলোজিস ও বিএফডিসিকে আসামি করা হয়েছে।
মামলায় বাপ্পী উল্লেখ করেন, প্রযোজক চুক্তির শর্ত ভঙ্গ করে তার ডাবিং অন্যকে দিয়ে করিয়েছেন। এতে তার ক্যারিয়ারের ক্ষতি হবে বলে উল্লেখ করা হয়েছে। এজন্য ছবিটি যাতে মুক্তি না দিতে পারে অর্থাৎ স্থায়ী নিষেধাজ্ঞার পূর্বে অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করেছেন।
সপ্তাহখানেক আগে এ নিয়ে ডাবিংশিল্পী ইভান সাইরের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন বাপ্পী। পরবর্তী পদক্ষেপ হিসেবে ঠুকে দিলেন মামলা।
এদিকে ছবির প্রযোজক ইয়াসির আরাফাত দাবি করছেন, চুক্তিতে বাপ্পীকে দিয়ে ডাবিং করানো হবে এমন কোনো শর্তের উল্লেখ নেই। বরং বাপ্পীর অভিযোগ শুনে তিনি বেশ অবাক হয়েছেন।
‘আমি তোমার হতে চাই’ এর পরিচালক করেছেন অনন্য মামুন পোস্ট প্রোডাকশনের জন্য ভারত অবস্থান করছেন। তিনি বলেন, ‘বাপ্পির মামলা করার বিষয়টি আমি শুনেছি। তিনি যে অভিযোগ করেছেন সেটা ভিত্তিহীন। কারণ ছবিটি সেন্সরে জমা দেয়ার জন্য আমরা অনেক আগেই যাবতীয় কাজ সম্পন্ন করে রেখেছিলাম। কিন্তু বাপ্পি সময় না দেয়ার কারণে তাকে দিয়ে ডাবিং করানো সম্ভব হয়নি। ওই সময় তাকে ডাবিংয়ের জন্য বলা হলে তিনি অসুস্থতার কথা বলে কালক্ষেপণ করেন। তার সঙ্গে চুক্তিকৃত ৬ লাখ টাকার পুরোটাই তাকে পরিশোধ করা হয়েছে। যেটা তিনি মামলার আরজিতে স্বীকারও করেছেন। তবুও ইচ্ছা করেই তিনি ডাবিং করেননি। তাই পরবর্তীতে আমরা অন্যকে দিয়ে ডাবিং করিয়ে নিয়েছি।’
তিনি আরো বলেন, ‘তাছাড়া ক্যারিয়ারের ক্ষতি হবে বলে বাপ্পী যে অভিযোগ করেছেন সেটাও ভিত্তিহীন। কারণ এরইমধ্যে তার অভিনীত কয়েকটি ছবি অন্যের ডাবিংয়েই মুক্তি পেয়েছে। সুতরাং এমন অভিযোগ একেবারেই হাস্যকর। তবুও বিষয়টি আমরা আইনি মাধ্যমেই মোকাবেলা করব।’
এদিকে প্রথম আলোকে বাপ্পী বলেন, ‘যেকোনো চলচ্চিত্রে আমার ভক্তরা সব সময় আমার কণ্ঠই শুনতে চাইবেন। তাঁরা আমার মুখে অন্য কারও কণ্ঠ শুনতে চাইবেন না নিশ্চয়ই। তাঁদের বারবার বলার পরও আমাকে দিয়ে ডাবিং না করানোয় এ সিদ্ধান্ত নিয়েছি।’