Select Page

বাবারও পছন্দ হয়নি ‘আয়নাবাজি’

বাবারও পছন্দ হয়নি ‘আয়নাবাজি’

kazi-hayat-kazi-marufআয়নাবাজি’র সমালোচনা করে মাসখানেক আগে সিনেমাটির ভক্তদের নিন্দা কুড়িয়েছিলেন কাজী মারুফ। তার পক্ষে গুটিকয়েক সমর্থনকারী ছিল না— এমনও নয়। এবার ‘আয়নাবাজি একটি উদ্ভট সিনেমা’ বলে মন্তব্য করেছেন এ অভিনেতার বাবা নামি প্রযোজক ও পরিচালক কাজী হায়াৎ

সোমবার রাতে চ্যানেল নিউজ২৪ এর একটি অনুষ্ঠানে এ মন্তব্য করেন। এমনটা জানালো বাংলাদেশ প্রতিদিন

‘চলচিত্রের দুর্দিন ও সুদিন’ বিষয়ক আলোচনায় ‘আম্মাজান’ নির্মাতা বলেন, ‘অমিতাভ রেজা নির্মীত আয়নাবাজি সিনেমাটি পুরোপুরি উদ্ভট। এর কাহিনী কিছুই নেই। উচিত ছিলো সিনেমাটি সেন্সর বোর্ডে আটকে দেওয়া। অবাক লাগে এটি কিভাবে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলো।’

এছাড়া আয়নাবাজি উদ্ভট সিনেমা হওয়া সত্ত্বেও ব্যবসা সফল হয়েছে বলে মন্তব্য করেন কাজী হায়াৎ। তিনি বলেন, ‘কোন সিনেমা সফল হবে বা বিফল হবে সেটা দর্শকদের উপর নির্ভর করে। তাই উদ্ভট সিনেমা হওয়া সত্ত্বেও সিনেমাটি সফল হয়েছে।’

ওই অনুষ্ঠানে আগত আরেক অতিথি নামি সুরকার-গীতিকার গাজী মাজহারুল আনোয়ার বলেন, ‘আয়নাবাজি সিনেমায় যে কাহিনী দেখানো হয়েছে বিশেষ করে ফাঁসির আসামিকে কিভাবে প্রদর্শন করতে হয় তা সেন্সর বোর্ডের বোঝা উচিত ছিলো।’


Leave a reply