Select Page

বিউটি সার্কাসের লড়াই শুরু

বিউটি সার্কাসের লড়াই শুরু

ঢাকায় শীত নেই। কিন্তু নওগাঁর সাপাহারে রীতিমত কুয়াশা নামে। সেখানেই শুরু ‘বিউটি সার্কাস’-এর লড়াই। অনেকদিন ধরে অনুদানের সিনেমাটির যোগাড়যন্ত্রে খেটেছেন নির্মাতা মাহমুদ দিদার। এবার শুরু হলো ঠিকঠাক শুটিং শেষ করার লড়াই।

এর আগে টিভি নাটকে জনপ্রিয়তা পেয়েছেন দিদার। সিনেমার জন্য আয়োজনের কমতি রাখেননি তিনি। এতে অভিনয় করছেন জয়া আহসান, ফেরদৌস, তৌকীর আহমেদ, গাজী রাকায়েত ও এবিএম সুমন।

শুটিংয়ের আয়োজনে সন্তুষ্ট জয়া প্রথম আলোকে বললেন, ‘বৈরী অবস্থার মধ্যেও আয়োজনের কমতি রাখেননি পরিচালক। এখন শুধু ক্যামেরায় সবকিছু তুলে আনা, গল্পটা সুন্দর করে বলার অপেক্ষা। ছবিতে আমি সার্কাসের একজন পারফরমার এবং দলের মালিক।’

জয়ার চোখে ছবির সেট ‘অসাধারণ’। পরিচালকের বিরাট আকাঙ্ক্ষার প্রতিফলন এটি। তিনি আরো বলেন, ‘এত বড় সেট আমাদের ফিল্মে অনেক দিন পর দেখলাম। একে তো অনুদানের ছবি, সেও আবার বিষয়ভিত্তিক, ভালো।’

এদিকে দিদার বললেন, ‘কাজ শুরু করাটা জরুরি ছিল, করলাম। লড়াইয়ের সূচনা হলো।’

প্রথম কিস্তির শুটিংয়ের জন্য দলটি নওগাঁ থাকবে আরও কিছুদিন।


Leave a reply