Select Page

বিটিভিতে আবার তারা…

বিটিভিতে আবার তারা…

asaduzzaman-nur-suborna-mustafa

নব্বইয়ের দশকে মানুষ বিটিভি বলতে বুঝতো বাকের ভাইকে। তবে কাকতালীয়ভাবে বাকের ভাইয়ের ফাঁসির পর বিটিভিতে তেমন একটা ‘দেখা যায়নি’ কালো সানগ্লাস পরা বদমেজাজি চরিত্রের সেই মানুষটাকে। অনেকটা ম্লান হয়েছে ‘মুনা’র মুখটাও।

অতীতের সেই জৌলুসও আর নেই চ্যানেলটির। স্বীকার করতে হবে, মঞ্চ আর রাজনৈতিক ব্যস্ততাও আসাদুজ্জামান নূর’কে ছোট পর্দা থেকে অনেকটাই দূরে ঠেলে দিয়েছে। তবে খুশির খবর হলো, এই দূরত্ব কিছুটা হলেও কমছে এবার।

দীর্ঘ ১৬ বছর পর এবার বিটিভির ঈদের নাটকে অভিনয় করতে দেখা যাবে শক্তিমান এই অভিনেতাকে। তার বিপরীতে থাকছেন সুবর্ণা মুস্তাফা

আনিসুল হক রচিত ও মাহবুবা ফেরদৌস প্রযোজিত ‘মাটির প্রদীপ’ নাটকের বংশীবাদক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে আসাদুজ্জামান নূরকে। চলতি বছরের শুরুর দিকে বিটিভির নাটকে অভিনয়ের ইচ্ছে প্রকাশ করেছিলেন তিনি।


Leave a reply