Select Page

বিদেশি তহবিল পেল দুই ছবি

বিদেশি তহবিল পেল দুই ছবি

বাংলাদেশি চলচ্চিত্রে সাম্প্রতিক সময়ে বিদেশ থেকে একের পর এক সুখবর আসছে। এর মধ্যে রয়েছে বড় উৎসবে মনোনয়ন থেকে তহবিল প্রাপ্তি।

নুহাশ হুমায়ূন

এক সপ্তাহের দুটি তহবিলের কথা জানা গেছে। এর মধ্যে নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য ছবি ‘মুভিং বাংলাদেশ’-এর জন্য বড় অঙ্কের ফান্ডের জন্য নির্বাচিত হয়েছেন নুহাশ হুমায়ূন। এ ছাড়া প্রামাণ্যচিত্রের জন্য তহবিল পেয়েছেন ফরিদ আহমদ।

জানা গেছে. তাইপে ফিল্ম কমিশনের কাছ থকে নুহাশের সিনেমাটি পাচ্ছে ৮৯ হাজার ৮০০ ডলার বা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৭৬ লাখ টাকা। বাংলাদেশের কোনো নির্মাতা এর আগে তাইওয়ান সরকারের এই ফান্ড পাননি।

গল্পের মধ্যে কোনো সম্ভাবনা দেখলেই তরুণ নির্মাতাদের এই ফান্ড দেয় তাইওয়ান সরকার। তবে একটাই শর্ত, ছবিতে তাইওয়ানের প্রযোজক থাকতে হবে। আগামী বছর শুরু হচ্ছে এ ছবির শুটিং।

ফরিদ আহমদ

এ দিকে যুক্তরাষ্ট্রের সানড্যান্স ইন্সটিটিউট ডকুমেন্টারি ফিল্ম প্রোগ্রামের আওতায় সহযোগিতা পাচ্ছে ফরিদ আহমদের ‘ওয়েটিং ফর উইন্টার’।

এ বছর নির্মাণের বিভিন্ন পর্যায়ে থাকা ২০টি ছবিকে মোট ৬ লাখ ডলার দিচ্ছে সানড্যান্স। এর মধ্যে ডেভেলপমেন্ট পর্যায়ে রয়েছে ‘ওয়েটিং ফর উইন্টার’। বাংলাদেশ, ফ্রান্স ও জার্মানির প্রযোজনায় নির্মিত এ ছবির কাহিনি যমুনা তীরবর্তী গৃহহীন এক মায়ের। যিনি আধুনিক দাসত্বের শিকড় ছাড়িয়ে বেরোনোর সংগ্রাম করছেন।


মন্তব্য করুন