Select Page

বিদেশেও ‘হাওয়া’র টিকিট নিয়ে কাড়াকাড়ি?

বিদেশেও ‘হাওয়া’র টিকিট নিয়ে কাড়াকাড়ি?

হাওয়া’ এবার ওশেনিয়া ও উত্তর আমেরিকার বড় চারটি দেশে দেখানো হবে। তথ্যটি নিশ্চিত করেছেন এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড ও নির্মাতা মেজবাউর রহমান সুমন।

দেশগুলো হলো নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্র। ১৩ আগস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এবং ২ সেপ্টেম্বর সিনেমাটি মুক্তি পাবে উত্তর আমেরিকার দেশ যুক্তরাষ্ট্র ও কানাডায়।

পরিচালক মেজবাউর রহমান সুমন বলেন, ‘আমাদের পরিকল্পনা বেশ বিস্তৃত। আপাতত চারটি দেশে মুক্তি পেলেও সংখ্যাটা আরও বাড়বে।’

এ দিকে জানা গেছে, ১৩ আগস্ট মুক্তিকে কেন্দ্র করে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিভিন্ন শহরে অগ্রিম টিকিট নিয়ে রীতিমতো হাহাকার চলছে।

অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের পরিবেশক সংস্থা দেশি ইভেন্টস ও পথ প্রোডাকশন থেকে জানানো হয়েছে, অগ্রিম টিকিট ছেড়ে অভাবনীয় সাড়া পেয়েছেন তারা। বিশেষ করে অস্ট্রেলিয়াতে ‘হাওয়া’র প্রথম দুই সপ্তাহের সিডনি ও মেলবোর্ন শহরের সবগুলো শো’র টিকেট বিক্রি শেষ! পরিবেশকরা জানান, টিকিট ছাড়ার ৪ দিনের মধ্যেই এই বৃহৎ দুই শহরের সবগুলো শো এর টিকেট অগ্রিম বিক্রি হয়ে গেছে।

অস্ট্রেলিয়ান পরিবেশকে সংস্থা থেকে জানানো হয়েছে, অস্ট্রেলিয়ার অন্যান্য শহর যেমন পার্থ, ব্রিসবেন, এডেলেইড, কেনবেরা, হোবার্ট শহরের শো এর অগ্রিম টিকিটও প্রায় শেষের পথে। ‘আয়নাবাজি’র পর কোনো সিনেমা মুক্তির এতোদিন আগেই অস্ট্রেলিয়া মহাদেশে এমন তুমুল সাড়া ফেলেছে বলে মনে করছেন তারা।

অস্ট্রেলিয়ার দুটি শহরে দুই সপ্তাহের অগ্রিম টিকিট ‘হাওয়া’র নির্বাহী প্রযোজক অজয় কুন্ডু গণমাধ্যমকে বলেন, ‘ওখানে কী হচ্ছে, সেটা আমরা বলতে পারছি না। ছবি মুক্তি পাচ্ছে, এটি সঠিক কিন্তু সোল্ড আউটের বিষয়টা সঠিক কি না, তা আমার জানা নেই। দেশের বাইরে প্রদর্শনের জন্য আমাদের সঙ্গে যে প্রতিষ্ঠানের চুক্তি হয়েছে, তারা বিষয়টা নিশ্চিত করতে পারবে।’

দেশের সিনেমায় নতুন জোয়ার এনেছে ‘হাওয়া’। মুক্তির প্রথম দিন থেকেই উপচে পড়া ভিড় এটাকে ঘিরে। বিশেষ করে অত্যাধুনিক প্রেক্ষাগৃহগুলোতে টিকিট পেতে বেশ বেগ পাচ্ছেন দর্শকরা।

‘হাওয়া’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, শরিফুল রাজ, নাসির উদ্দিন খান, সুমন আনোয়ার, সোহেল মণ্ডল প্রমুখ। ছবিটি ২৯ জুলাই মুক্তি পেয়েছে।


Leave a reply