Select Page

বিমানবন্দরের পাশে স্টার সিনেপ্লেক্স, টিকিটের সর্বোচ্চ মূল্য ১৮০০ টাকা

বিমানবন্দরের পাশে স্টার সিনেপ্লেক্স, টিকিটের সর্বোচ্চ মূল্য ১৮০০ টাকা

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সেন্টার পয়েন্ট শপিং মলে ঈদুল ফিতর উপলক্ষে চালু হতে যাচ্ছে স্টার সিনেপ্লেক্সের নতুন শাখা। চারটি হল রয়েছে এ মাল্টিপ্লেক্সে, যেখানে টিকিটের সর্বোচ্চ মূল্য ১ হাজার ৮০০ টাকা।

এক বিজ্ঞপ্তিতে দেশের বৃহৎ এই মাল্টিপ্লেক্স কর্তৃপক্ষ জানিয়েছে, স্টার সিনেপ্লেক্সের দর্শকদের জন্য ঈদ উপহার হিসেবে আসন্ন ঈদের দিন চালু হবে নতুন এই শাখা। ওই দিন থেকেই দর্শকরা সেখানে সিনেমা দেখতে পারবেন।

স্টার সিনেপ্লেক্সের মিডিয়া অ্যান্ড মার্কেটিং বিভাগের সিনিয়র ম্যানেজার মেসবাহউদ্দিন আহমেদ বলেন, “উত্তরা এলাকার দর্শকদের দীর্ঘদিনের আকাঙ্ক্ষা ছিল এটি। অনেক দর্শক আমাদেরকে সরাসরি এবং অনলাইনে দাবি জানিয়ে আসছিলেন উত্তরা এলাকায় একটি শাখা চালু করার জন্য। অবশেষে সেই দাবি পূরণ করতে পেরে আমরা আনন্দিত।”

এই শাখার চারটি হলের মধ্যে একটি ভিআইপি, একটি রয়্যাল এবং দুইটি প্রিমিয়াম হল রয়েছে। আসন সংখ্যা যথাক্রমে ৮৩, ৪৮, ১৭৫ ও ৩৩১টি। স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইট ঘুরে দেখা গেছে র‌য়্যাল হলে বিকেল ৩টা থেকে টিকিটের দাম ১ হাজার ৮০০ টাকা, এর আগে ১ হাজার ৪০০ টাকা। ভিআইপি হলে বিকেল ৩টার পর ১ হাজার ২০০ ও অন্য সময় ৯০০ টাকা। আর প্রিমিয়াম হলো সময় ও আসন অনুসারে ৪৫০ থেকে ৬৫০ টাকা পর্যন্ত চারটি ক্যাটাগরিতে টিকিট পাওয়া যাবে।

বর্তমানে ঢাকার বসুন্ধরা সিটি শপিং মল, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সামরিক জাদুঘর এবং মিরপুর সনি স্কয়ারে স্টার সিনেপ্লেক্সের ছয়টি শাখা রয়েছে। আর ঢাকার বাইরে চট্টগ্রাম ও রাজশাহীতে শাখা রয়েছে। এছাড়া নারায়ণগঞ্জ, বগুড়া ও চট্টগ্রামে নতুন শাখার কাজ চলছে।


Leave a reply