বুবলিতে বিচলিত, অপুতে উদাসীন!
‘বুবলির মা হওয়ার ‘গুজব’-এ আপনি বিচলিত হয়েছেন। তার পক্ষে কথা বলেছেন। অথচ অপুকে নিয়ে আপনি উদাসীন।’— সম্প্রতি কালের কণ্ঠের এক সাক্ষাৎকারে শাকিব খানকে এমন প্রশ্ন করা হয়।
উত্তরে তিনি বলেন, ‘বুবলি ইন্ডাস্ট্রিতে নতুন। এ সময় তাকে নিয়ে খারাপ সংবাদ প্রকাশ হলে চলচ্চিত্রের জন্য ক্ষতিকর। তাই সত্যিটা তুলে ধরতে চেয়েছি। বুবলি শিক্ষিত, মার্জিত, সে ইন্ডাস্ট্রিতে থাকলে অনেক তরুণ-তরুণী এখানে কাজ করতে আগ্রহী হবে। আমাদের উচিত তার পাশে দাঁড়ানো। আর অপুকে নিয়ে উদাসীন কে বলল? তাঁকে নিয়ে যেকোনো প্রশ্নের উত্তর আমি দিচ্ছি। কোনো সাংবাদিক কি বলতে পারবেন আমি এড়িয়ে যাচ্ছি?’
অপু নিখোঁজে শিল্পী সমিতির সভাপতি হিসেবে কী পদক্ষেপ নিয়েছেন?— এমন প্রশ্নে বলেন, ‘যতটুকু সাধ্য খোঁজ করার চেষ্টা করেছি। অপুর পরিচিতদেরও বলেছি। এখন থানায় জিডি করা কিংবা পুলিশের সাহায্য নেওয়াটা তো আমার দায়িত্ব না। এটা তার পরিবার করবে। আমার মনে হয়, তার পরিবার জানে সে কোথায় আছে।’
প্রযোজকদের নাকি ভারতীয় পরিচালক নেওয়ার জন্য প্রেশার দিচ্ছেন!— এমন কথায় হেসে বলেন, ‘আমার বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নেই! এত অভিযোগ, অথচ কেউ তো সরাসরি কিছু বলে না। আমি কেন প্রযোজকদের ভারতীয় পরিচালক নিতে প্রেশার দেব? আমার কোনো লাভ আছে তাতে! হয়তো কথায় কথায় মাঝেমধ্যে বলি, মেকিংয়ে কলকাতা এগিয়ে গেছে। প্রসঙ্গক্রমে কয়েকজনের নামও তখন উঠে আসে। তার মানে কি আমি তাদের নিতে বলছি?’
বাংলাদেশি প্রযোজক-পরিচালকদের শিডিউল দেওয়ার অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘মিথ্যে অভিযোগ। বাংলাদেশি প্রযোজক-পরিচালকরাই আমাকে শাকিব খান বানিয়েছেন। আমার কাছে তারাই আগে। তবে হ্যাঁ, আজকাল কম বাজেটের কিছু ছবিতে অভিনয়ের প্রস্তাব আসছে। এগুলোতে অভিনয় করলে আমার বর্তমান অবস্থান নষ্ট হবে। দর্শক আবার হলবিমুখ হবেন। তাই হাসিমুখে ‘না’ করছি। হয়তো তারাই এখন শিডিউল না পেয়ে এসব অভিযোগ করছেন।’