Select Page

বুলবুলের নামে প্রচার হচ্ছে রফিকউজ্জামানের গান

বুলবুলের নামে প্রচার হচ্ছে রফিকউজ্জামানের গান

গীতিকার মোহাম্মদ রফিকউজ্জামান জানান, তার একটি গানের লেখক হিসেবে প্রয়াত আহমেদ ইমতিয়াজ বুলবুলের নাম প্রচার হচ্ছে।

সেই গানটি হলো আজহারুল ইসলাম খান পরিচালিত ‘সহযাত্রী’ ছবির ‘পৃথিবীর যত সুখ আমি তোমারই ছোঁয়াতে খুঁজে পেয়েছি’।

মোহাম্মদ রফিকউজ্জামান ফেইসবুকে লেখেন, “এটা আমার লেখা। আহমেদ ইমতিয়াজ বুলবুলের নয়। এটা লিখেছিলাম ‘সহযাত্রী’ ছবির জন্যে। ওই ছবির কাহিনী সংলাপও আমারই লেখা।
বুলবুল ছিলো সংগীত পরিচালক। ও তখন থেকেই চেষ্টা করতো, ওর সংগীত পরিচালনার সব ছবিতেই একটা অন্তত গান লিখবার। আমি ওকে যেখানেই নিয়ে গেছি সেখানেই চেষ্টা করেছে। শেষে তো আমি পরিচালকদের বলতাম, ওকে দিয়েই লেখাতে। যাই হোক এই ছবিতেও সে কৌশলে একটা গান লিখেছিলো। সে গানটি চলেনি। মুশকিল হয়েছে, কিছু কিছু অর্থলোভী ছাগল কোনো খবর না নিয়েই ইউটিউবে গান পাঠিয়ে দেয়।”

ইফতেখারুল ইসলাম টিটনের ‘বিশ শতকের নাগরিক গানের কালজয়ী ১০০’ বইয়ের উল্লেখ করে লেখেন, ‘কিন্তু কেউ যখন কোনো বই ছাপার অক্ষরে বের করবেন, তার তো একটু খোঁজ খবর নেয়া উচিৎ। আজ একটি বই একজন পৌঁছে দিয়ে গেলেন। তিনিও সেই একই কর্ম করেছেন। ইউটিউবের তথ্যই ছেপে দিয়েছেন। তাকে আমি কী বলতে পারি?’

https://www.youtube.com/watch?v=yTurVmkP1kU

এ দিকে সম্প্রতি ডাক দিয়াছেন দয়াল আমারে গানের গীতিকার হিসেবে প্রয়াত সৈয়দ আসাদউদ্দোল্লা সিরাজীর নামে কপিরাইট সনদ দিয়েছে কপিরাইট অফিস। অথচ প্রায় ৪০ বছর ধরে গানটির গীতিকার হিসেবে মনিরুজ্জামান মনির এবং সুরকার আলম খানের নাম ব্যবহার হয়ে আসছিল।


Leave a reply