
ব্যাপক চমক দেখিয়ে উত্তর আমেরিকায় থামলো ‘উৎসব’
হলিউড-বলিউডের একাধিক ব্লকবাস্টার সিনেমার ভিড়ে বাংলাদেশি সিনেমা হিসেবে কানাডা ও যুক্তরাষ্ট্রে সফলভাবে যাত্রা শেষ করল তানিম নূর পরিচালিত ‘উৎসব‘। পরিবেশক স্বপ্ন স্কোয়ারক্রোর পক্ষ থেকে বলা হচ্ছে, বাংলাদেশের চলচ্চিত্রের আন্তর্জাতিক সাফল্যে মনে রাখবার মত এক অধ্যায় হয়ে থাকবে এটি।

প্রতিষ্ঠানটি বলছে, ফুল থিয়েট্রিক্যাল রান শেষে উত্তর আমেরিকায় ‘উৎসব’-এর গ্রস বা টিকিট বিক্রি বাবদ আয় হয়েছে ১ লাখ ৭৭ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ১৫ লাখ টাকার বেশি। এ আয় উত্তর আমেরিকায় বাংলাদেশি ছবির ইতিহাসে সর্বকালের তৃতীয় সর্বোচ্চ।
তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, কানাডা ও যুক্তরাষ্ট্রের বাজারে মুক্তি পেয়ে শীর্ষ আয়ের দুই সিনেমা ‘উৎসব’-এর চেয়ে দ্বিগুণের বেশি হল পেয়েছিল। এ বাজারে এখনো পর্যন্ত সর্বোচ্চ আয়ের বাংলাদেশি সিনেমা মেজবাউর রহমান সুমনের ‘হাওয়া’। ২০২২ সালে ৮৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে সিনেমাটি আয় করে ৩ লাখ ৫৮ হাজার ডলার। একই বছর ৮৫টি থিয়েটার মুক্তি পেয়ে রায়হান রাফীর ‘পরাণ’ আয় করে ১ লাখ ৮৯ হাজার ডলার।
অন্যদিকে ‘উৎসব’ উত্তর আমেরিকার ৪১ প্রেক্ষাগৃহ থেকে আয় করেছে ১ লাখ ৭৭ হাজার ডলার। এছাড়া যুক্তরাজ্যের একটি থিয়েটার এ সিনেমার ১১ হাজার ৬০০ ডলারের টিকিট বিক্রি হয়েছে।
বলা বাহুল্য চলতি বছরে উত্তর আমেরিকার বক্স অফিসে মুক্তি পাওয়া বাংলাদেশি সিনেমার মধ্যে শীর্ষে রয়েছে ‘উৎসব’। এরপর মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’ আয় করেছে ৯৯ হাজার ডলার। এম রাহিমের ‘জংলি’, রায়হান রাফীর ‘তাণ্ডব’ ও শিহাব শাহীনের ‘দাগি’ আয় করেছে যথাক্রমে ৮১ হাজার, ৫৩ হাজার ও ১৯ হাজার ডলার।
‘উৎসব’-এ সাফল্য প্রসঙ্গে বাংলাদেশি সিনেমাকে বড় লক্ষ্য অর্জন করতে হবে মন্তব্য করেনস্বপ্ন স্কেয়ারক্রোর প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজিব। তিনি বলেন, ‘আমাদের এখন সময় এসেছে সামনের প্রতিটা বড় চলচ্চিত্রের জন্য উত্তর আমেরিকায় কমপক্ষে হাফ এ মিলিয়ন বা ৫ লাখ ডলার টার্গেট করা। সেভাবে এখন থেকেই প্রডাকশন প্ল্যান এবং অতি অবশ্যই প্রমোশন প্ল্যান করা শুরু করে দিতে হবে।’
এদিকে প্রায় এক কোটি টাকা বাজেটে নির্মিত তানিম নূরের সিনেমাটি দেশের বাজারে উল্লেখ করার মতো ব্যবসা করেছে। যাকে বলা হচ্ছে গত ঈদুল আজহার সবচেয়ে ব্যবসাসফল সিনেমা। মুক্তির ৫০ দিন পেরিয়েও ‘উৎসব’-এর মাল্টিপ্লেক্স গ্রস ছিল দৈনিক ৫ লাখ টাকা। বিএমআর প্রকাশিত তথ্য অনুসারে, ব্লকবাস্টার সিনেমাস ছাড়া বাকি সব মাল্টিপ্লেক্স ও ছোট আকারের থিয়েটারে ৯ কোটি টাকার বেশি আয় করেছে ‘উৎসব’। যা সিঙ্গেল স্ক্রিন মিলিয়ে ১০ কোটির ছাড়িয়ে গেছে।
আগামী ৭ আগস্ট ওটিটিতে রিলিজ হতে যাচ্ছে ‘উৎসব’। অনেকে বিষয়টি ইন্ডাস্ট্রির জন্য নেতিবাচকভাবে দেখছেন। কারণ টিকিট বিক্রিতে এখনো নতুন হলিউড সিনেমাকে পেছনে ফেলে এগিয়ে রয়েছে ‘উৎসব’। কিন্তু চুক্তির বাধ্যবাধকতার কারণে ওটিটিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি।