Select Page

পাঠানের বাংলাদেশের আয় জানা গেল ভারত থেকে

পাঠানের বাংলাদেশের আয় জানা গেল ভারত থেকে

সার্ভার, ই-টিকিটিং, লেডিজ টয়লেট— নানান উদ্যোগ নিয়ে বাংলাদেশে ভারতীয় সিনেমা ‘পাঠান’ মুক্তি দিলেন অনন্য মামুন। এত প্রযুক্তি সত্ত্বেও আয়ের অঙ্ক জানালেন না তিনি। সেই খবরটা পাওয়া গেল ভারতীয় সংবাদমাধ্যম থেকে।

১২ মে থেকে দেশের ৪১টি প্রেক্ষাগৃহে প্রতিদিন ২০৬টি শো চলছে। প্রথম দিনে মাল্টিপ্লেক্সগুলোতে দর্শকের ভিড় চোখে পড়লেও সিঙ্গেল স্ক্রিনগুলোর বেশির ভাগই অর্ধেক সিট পূরণে ব্যর্থ হয়েছে।

এমন পরিস্থিতিতে বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানিয়েছে, মুক্তির দিনে সিনেমাটি ২৫ লাখ টাকা টিকিট বিক্রি (গ্রস) করেছে।

সিনেমাটির ভারতীয় পরিবেশক সত্যদীপ সাহা দাবি করেন, সিনেমাটি বাংলাদেশে মুক্তির উদ্বোধনী দিনে ভালো ব্যবসা করেছে, চলতি বছর বাংলাদেশে মুক্তির প্রথম দিনে সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমা এটি।

সত্যদীপ অবশ্য এই সব তথ্যের সূত্র উল্লেখ করেননি। এছাড়া সিনেমাটির বাংলাদেশের পরিবেশক অ্যাকশনকাট এন্টারটেইনমেন্ট হলেও বক্স অফিসের সঙ্গে সত্যদীপের সম্পর্ক স্পষ্ট নয়।

বলিউড হাঙ্গামা উল্লেখ করে বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যম খবরটি প্রকাশ করলেও এ বিষয়ে অনন্য মামুনের কোনো মন্তব্য উল্লেখ করেনি।

প্রসঙ্গত, টিকিট বিক্রির মোট অর্থকে গ্রস বলা হয়, সেখান থেকে করসহ বিভিন্ন খরচ বাদ দিয়ে আয় বের করা হয়। সিনেমাটি প্রথম দিনে কত টাকা আয় করেছে, তা এখনো জানা যায়নি।


মন্তব্য করুন