বড় দুই ব্র্যান্ডের সঙ্গে শাকিব-ফারিয়া-পরী মনি
# বাংলাদেশে তারকাদের নামি-দামি ব্র্যান্ডের সঙ্গে খুব একটা দেখা যায় না
# অল্প কয়েকজনকে বিজ্ঞাপনে দেখা যায়, তবে তারা সিনেমায় নিয়মিত নন
# শাকিব খান ও নুসরাত ফারিয়া জুটি এবং পরী মনি যুক্ত হলেন ভিন্ন ভিন্ন দুটি পণ্যের সঙ্গে
# একটি মোবাইলে কথা বলার সুযোগ দেয়, অন্যটি রং ফর্সা করে
অন্যান্য দেশে চলচ্চিত্র তারকাদের নামি-দামি ব্র্যান্ডের প্রচারণায় যুক্ত হতে দেখা গেলেও বাংলাদেশে তেমনটা হয় না। বরং চলচ্চিত্রে নিয়মিত নেই- এমন কয়েকজনকেই দেখা যায় নিয়মিত। এবার বড় দুটি পণ্যের সঙ্গে শাকিব খান, নুসরাত ফারিয়া ও পরী মনি।
বৃহস্পতিবার ঢাকার একটি স্টুডিওতে মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নেবেন শাকিব খান ও নুসরাত ফারিয়া। এর নির্মাতা আদনান আল রাজীব।
বর্তমানে ‘শাহেনশাহ’ নামের সিনেমা করছেন দুই তারকা। এটি জুটি হিসেবে তাদের প্রথম কাজ। বিজ্ঞাপন প্রসঙ্গে নসুরাত ফারিয়া বলেন, ‘যখন শুনেছি আমার সঙ্গে তিনি (শাকিব খান) থাকছেন, তখন থেকে আমি সত্যিই রোমাঞ্চিত। শাকিব ভাইয়ের সঙ্গে এখন তো শুটিং করছি। বোঝাপড়া বেশ ভালো। আগে যে জড়তা ছিল, একসঙ্গে শুটিংয়ের কারণে এখন আর তা নেই। আমি নিজেও অনেক দিন পর বিজ্ঞাপনচিত্রে কাজ করছি। বিজ্ঞাপনচিত্রে নতুনত্ব থাকবে, সবকিছু মিলিয়ে মনে হচ্ছে, নতুন বছর অসাধারণ একটা বিজ্ঞাপনচিত্র দেখতে পাবেন দর্শক।’
অন্যদিকে শাকিব খান বলেন, ‘আগে থেকে কিছু বলতে চাই না। দর্শক টেলিভিশনের পর্দায় আমাকে দেখুক। তবে এটুকু বলব, বিজ্ঞাপনচিত্রের ভাবনা, অ্যারেঞ্জমেন্ট যতটা শুনেছি, ভালো লেগেছে। বড় পরিসরে কাজটি করার প্রস্তুতি নেওয়া হয়েছে।’
এই বিজ্ঞাপনচিত্রের নির্মাতা আদনান আল রাজীব বলেন, ‘শাকিব খানের সঙ্গে কথা বলে মনে হয়েছে, তিনি ইতিবাচক কিছু করতে চান। তাঁর মধ্যে সেই ব্যাপারটা আছে। দুই বছর ধরে তিনি যে ছবিগুলো করেছেন, তাতে এর প্রমাণ পাওয়া যায়। আমরাও চেষ্টা করব, নতুন কিছু করতে। দর্শকের কাছে শাকিব খানের চমৎকার একটা লুক দিতে চাই। তিনিও খুব ইতিবাচক। আমাদের সবার চাহিদাই ভালো একটা কাজ করার।’
নুসরাত ফারিয়া অসংখ্য বিজ্ঞাপন করলেও দেড় যুগের অভিনয়জীবনে শাকিব অল্প কয়েকটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেছেন। এর মধ্যে আছে পাওয়ার ড্রিংকস আর এশিয়ান ডুপ্লেক্স টাউনের বিজ্ঞাপনচিত্র।
এদিকে রং ফরসাকারী পণ্য ফেয়ার অ্যান্ড লাভলীর শুভেচ্ছাদূত হলেন পরী মনি। আগামী দুই বছর পণ্যটির হয়ে বিজ্ঞাপনচিত্রসহ বিভিন্ন সমাজসেবামূলক কাজে অংশ নেবেন তিনি। ৪ ডিসেম্বর প্রতিষ্ঠানটির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিও সম্পন্ন করেছেন এই তারকা।
তিনি বলেন, ‘প্রথমবারের মতো বাংলাদেশি কোনো অভিনেত্রী হিসেবে ফেয়ার অ্যান্ড লাভলীর শুভেচ্ছাদূত হলাম। দায়িত্ব একটু বেশি হলেও উপভোগ করব। এই প্রতিষ্ঠানটি বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত। আমিও সামাজিক কাজে নিজেকে জড়াতে ভালোবাসি। ফলে তাদের সঙ্গে যুক্ত হতে পেরে ভালো লাগছে।’
সূত্র : প্রথম আলো ও কালের কণ্ঠ