বড় পর্দার অপেক্ষায় মারিয়া
মারিয়াকে প্রথমবারের মত বড় পর্দায় দেখা গিয়েছিল ইভ টিজিং চলচ্চিত্রে। এ চলচ্চিত্রে মারিয়া যে চরিত্রে অভিনয় করেছিল সেখানে অভিনয় প্রতিভা দেখাবার মত যথেষ্ট পরিমান সুযোগ ছিল এবং মারিয়া সে সুযোগটা কাজে লাগিয়েছিল। অসাধারন অভিনয় করে অনেকের মধ্যেই আগ্রহের সৃষ্টি করেতে সক্ষম হয়েছিল এই তরুনি। তারই ফলে চুক্তিবদ্ধ হয় সে সোহানুর রহমান সোহানের ‘অবলা নারী ওয়াও বেবী ওয়াও’ ছবিতে। এই ছবিতে চুক্তিবদ্ধ হয়ে মারিয়া আবার আলোচনায় চলে আসে,অতীতের থেকে দিগুন হারে।
বাংলাদেশের জনপ্রিয় এবং মেধাবী পরিচালকের মধ্যে সোহানুর রহমান সোহানকে অন্যতম বলে গন্য করা হয়। তার পরিচালনায় বেশ কিছু ভালো ছবি পেয়েছি আমরা। সালমান শাহ ও মৌসুমী কাজ শুরু করেছিলেন তার হাত ধরে। তাছাড়া আরও অনেককে মিডিয়াতে শক্ত জায়গা স্থাপন করতে সাহায্য করেছেন সোহানুর রহমান সোহান। ঢাকাই চলচ্চিত্রে যারা তারকা হবার ইচ্ছা রাখে তারা সোহানের সাথে কাজ করার জন্য উন্মুখ থাকেন। অল্পবয়সী মারিয়ার ক্যারিয়ারের শুরুতে এই সুযোগটা পেয়ে যাওয়া ঈর্ষান্বিত।
প্রথম ছবিতে সোহানুর রহমান সোহানের মতো গুণী পরিচালকের সঙ্গে কাজ করা প্রসঙ্গে মারিয়া বলেন, এটা আমার জন্য সবচেয়ে বড় পাওয়া। সালমান শাহ ও মৌসুমী আপুর মতো তারকাদের শুরু হয়েছিল তার হাত ধরে। প্রতিষ্ঠিত অনেক নায়ক-নায়িকাকেও তিনি সিনেমায় এনেছেন। এবার তার ছবিতে অভিনয় করতে পারায় নিজেকে সৌভাগ্যবান মনে করছি। সব মিলিয়ে আমি ছবিটি নিয়ে অনেক এক্সাইটেড। কারণ প্রথম ছবি হলেও এখানে আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং। জানিনা কতটুকু দিতে পেরেছি। তবে আমি চেষ্টা করেছি শতভাগ। এ চেষ্টাটা সব সময় করে যেতে চাই। প্রথম ছবি বলে এটি আমার ক্যারিয়ারের জন্যও গুরুত্বপূর্ণ। আসলে ভাল লাগার পুরো বিষয়টাই দর্শকদের ওপর নির্ভর করছে। অপেক্ষায় আছি বড় পর্দায় নিজেকে দেখার দেখার।
এ ছবির বেশিরভাগ কাজ শেষ হয়ে গেছে। ঢাকার উত্তরায় দুদিন শুটিং তারপর পাবনায় একটা গানের মাধ্যমে মারিয়ার শুটিং প্যাক আপ হয়ে যাবে। এ ছবিতে মারিয়ার বিপরীতে অভিনয় করেছে ইমরান । এছাড়াও ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করছেন ওমর সানী ও তানিয়া বৃষ্টি। এ বছরই ছবিটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
সূত্র: মানবজমিন