‘ভাইজান এলো রে’র কারণে পিছিয়ে গেল দুই দেশি ছবি
ঈদুল ফিতরে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে শাকিব খান অভিনীত স্থানীয় লগ্নির ‘ভাইজান এলো রে’। এসকে মুভিজের প্রযোজনায় নির্মিত ছবিটি আমদানিতে (সাফটা চুক্তি) মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশে। এর জেরে পূর্ব ঘোষিত তারিখ থেকে সরে গেল দুই ছবি। এমনটা জানাচ্ছে চ্যানেল আই অনলাইন।
২০ জুলাই ‘ভাইজান এলো রে’ দেশব্যাপী মুক্তি পেতে যাচ্ছে। আর এই ছবির কারণেই ২৭ জুলাই মুক্তির কথা থাকলেও বাংলাদেশের দুই ছবির মুক্তি পিছিয়ে গেছে।
একটি মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সাইমন-মাহি জুটির ‘জান্নাত’। আরেকটি মিনহাজ অভি পরিচালিত ফেরদৌস ও নিঝুম রুবিনা অভিনীত ‘মেঘকন্যা’ ছবি। তবে সিনেমা দুটি সংশ্লিষ্টরা সরাসরি শাকিবের প্রসঙ্গটি টানছেন না।
‘জান্নাত’ ছবির নায়ক সাইমন সাদিক বলেন, আগামী অক্টোবর মাসে ‘জান্নাত’ মুক্তি পাবে। আমাদের ছবি ভালো। এই ছবির জন্য আমাদের পুরো ইউনিটের বেস্ট অ্যাফোর্ড রয়েছে। সেজন্য আমরা অক্টোবর মাসকে ‘জান্নাত’ মুক্তির উপযুক্ত সময় বলে মনে করি। বিশ্বকাপের পর ঈদুল আজহার আমেজ চলে আসবে। সবদিক বিবেচনা করে জান্নাতের মুক্তি পেছানো হয়েছে। ‘ভাইজান এলো রে’ ছবির জন্য মুক্তি পিছিয়ে দেওয়া হয়েছে এমনটা নয়!
‘মেঘকন্যা’ ছবির নায়িকা নিঝুম রুবিনা বলেন, ২৭ জুলাই ‘মেঘকন্যা’ মুক্তির কথা ছিল। কিন্তু ওই সিদ্ধান্ত থেকে আমরা সরে এসেছি। ঈদুল আজহার পর ‘মেঘকন্যা’ মুক্তি দেওয়া হবে।
অবশ্য আগেই নিঝুম বলেছিলেন, ভাইজান এলো রে যদি ২০ জুলাই মুক্তি পায় তবে ‘মেঘকন্যা’র মুক্তি নাও দিতে পারেন!
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক চলচ্চিত্র প্রদর্শক সমিতি এক নেতা জানান, শাকিব খানের ‘ভাইজান এলো রে’ ছবি মুক্তি পাবে ২০ জুলাই। পরের মাস (আগস্ট) এর শেষ সপ্তাহে ঈদুল আজহা। ভাইজান ২০ জুলাই থেকে ঈদুল আজহা পর্যন্ত প্রদর্শিত হবে। যার ফলে অন্য ছবিগুলো মার খেতে পারে! এ কারণে বাকি প্রযোজক বা শিল্পী, নির্মাতারা চাচ্ছেন শাকিব খানের ছবির সঙ্গে রিস্ক নিতে চাচ্ছেন না। আর হল মালিকরা তো বেশি আগ্রহ দেখাবে শাকিবের ছবির দিকে।
‘ভাইজান এলো রে’র বিনিময়ে থাকছে ‘দুলাভাই জিন্দাবাদ’। বাংলাদেশে ‘ভাইজান এলো রে’ মুক্তি দিচ্ছে এন ইউ আহমেদ ট্রেডার্স। জানা যায়, এই প্রতিষ্ঠানটি ইতোমধ্যে তথ্য মন্ত্রণালয় থেকে বাংলাদেশে ছবিটি মুক্তি দেয়ার জন্য অনুমোদন পেয়েছে। এমনকি সম্প্রতি মন্ত্রণালয় প্রদত্ত চিঠিও হাতে পেয়েছে। সেজন্য চলতি সপ্তাহে সেন্সর বোর্ডে জমা পড়ার সম্ভাবনা রয়েছে ‘ভাইজান এলো রে’। সেন্সর ছাড়পত্র পেলেই ২০ জুলাই বাংলাদেশে ছবিটির মুক্তিতে আর কোনো বাঁধা থাকবে না।
উল্লেখ, ঈদুল ফিতরে বাংলাদেশে মুক্তির দৌড়ে ছিল ‘ভাইজান এলো রে’। আদালতের এক রায়ে উৎসবে বিদেশি সিনেমা নিষিদ্ধ করায় পিছিয়ে যায়। এছাড়া ‘বাংলাদেশি সিনেমা’ হিসেবে মুক্তিরও চেষ্টা করে এসকে মুভিজ।