Select Page

‘পূর্ণিমার অসাধারণ ফেস, অভিনয় দক্ষতা আমরা কাজে লাগাতে পারছি না’

‘পূর্ণিমার অসাধারণ ফেস, অভিনয় দক্ষতা আমরা কাজে লাগাতে পারছি না’

নব্বইয়ের দশকের শেষে ঢালিউডে অভিষেক হয় পূর্ণিমার। প্রথম দিকের কয়েকটি সিনেমা ভালো ব্যবসা না করলেও দর্শক-নির্মাতাদের মনোযোগে ঠিকই ছিলেন। তারপর উপহার দেন সফল কিছু সিনেমা।

সেই নায়িকা অনেকদিন পর্দায় নেই। নাটক-বিজ্ঞাপন-সঞ্চালনা মিলিয়ে বেশ জমজমাট সময় কাটালেও সিনেমার দর্শক মিস করছেন নায়িকাকে। এর জন্য অনেকে বলছেন পূর্ণিমার মেধাকে কাজ লাগানোর মতো নির্মাতা নেই বর্তমানে।

এ প্রসঙ্গে সম্প্রতি ‘আয়নাবাজি’-খ্যাত অমিতাভ রেজা বলছিলেন ‘এবং পূর্ণিমা’ টিভি শোতে।

তার মতে, ‘হুমায়ুন ফরীদি, দিলারা জামান, জাহিদ হাসান, পূর্ণিমার অপার সম্ভাবনা থাকা সত্ত্বেও কাজে লাগাতে পারেনি কেউ।

অমিতাভ বলেন, ‘আমি কারো সাথে কাউকে মেলাচ্ছি না কিংবা সমতূল্যও বলছি না। যার যার অবস্থান থেকেই বলছি। হুমায়ুন ফরীদিকে দিয়ে আরো স্মরণীয় কাজ হতে পারত চলচ্চিত্রে। দিলারা জামান যে পর্যায়ের অভিনয় করেন তাঁকে কি আমরা ঠিকমতো কাজে লাগাতে পেরেছি? পারিনি। জাহিদ হাসানের মতো অভিনেতা বাংলাদেশে কবে আসবে নিশ্চয়তা নেই কিন্তু তার অভিনয়ক্ষমতা বের করে আনার মতো কয়টা চরিত্র আমরা চলচ্চিত্রে তাঁকে দিয়েছি? পূর্ণিমার মতো এত অসাধারণ ফেস, অসাধারণ অভিনয় দক্ষতা থাকার পরেও আমরা তো তাকেও কাজে লাগাতে পারছি না।’

আরো বলেন, ‘উপস্থাপনা করছেন করুন এটা একটা পার্ট হতে পারে ক্যারিয়ারে কিন্তু আপনার জায়গা তো চলচ্চিত্র তাহলে কেন আমরা আপনাকে কাজে লাগাতে পারছি না! আমরা কেন মনে রাখার মতো চরিত্র দিতে পারছি না। এগুলো আমাদের ব্যর্থতা। এভাবে হয় না।’

উল্লেখ অমিতাভের পরিচালনায় একটি নাটকে অভিনয় করেছিলেন পূর্ণিমা। তারা সেই বিষয়টিও স্মরণ।

হালে একাধিকবার সিনেমায় পূর্ণিমার কামব্যাকের খবর শোনা যায়নি। কিন্তু কোনোবারই ব্যাটে-বলে মিলেনি।


মন্তব্য করুন