ভাবনার দায়টা কার?
২০১৪তে সবচেয়ে বেশি আয় করা বাংলাদেশী ছবিটির নেট আয় তিন/সাড়ে তিন কোটি টাকার মত। (আরও কম হবার কথা। তবে এর বেশি হবে না। )
আর এই মুহুর্তে মোটামুটি চললে বা ব্যবসা করলে একটা ছবির কমপক্ষে আয় থাকে সত্তর থেকে আশি লাখ টাকা। কিন্ত গড় আয় এই বছরের ছবিগুলোর (অবশ্যই এখন পর্যন্ত মুক্তিপ্রাপ্ত) আমার জানা মতে পঞ্চাশ লাখের বেশি হবে না। (বাস্তবে হিসেব করলে আরও কম হবে, বেশি হবে না।)
মজার ব্যাপার হচ্ছে আমাদের দেশে সাধারণ হলগুলো থেকে প্রতি টিকেটে গড়ে একজন প্রযোজক ৮/৯ টাকা করে পান। সে হিসেবে এই বছরের সর্বোচ্চ আয় করা ছবির দর্শক মাত্র ত্রিশ লাখের কম বেশি! অর্থাৎ মোটামুটি ব্যবসা করা একটি ছবির দর্শক মাত্র কমবেশি দশ লাখ! তাহলে গড় দর্শক পাঁচ কিংবা ছয় লাখ! এরা কিনা নিয়মিত দর্শক!
আচ্ছা, এখন একটা কুইজ। ষোল কোটি জনসংখ্যার ১ শতাংশ কতজনে হয়?
আচ্ছা, কুইজের উত্তর এইখানে দিয়ে দিই। ষোল লাখ। কিন্তু আমাদের দেশের সিনেমার নিয়মিত দর্শক কিনা তারচেয়েও কম!
একবার ভাবুন তো এই শতাংশ ১ না হয়ে ১০ কিংবা ২৫ হয়, তাহলে কী হবে?
১কোটি ৬০লাখ কিংবা ৪কোটি লোক নিয়মিত ছবি দেখে তাহলে উপরের হিসেবে একটা ছবির চোখ বন্ধ করে আয় হবে ১০ কোটি টাকা কমপক্ষে।
আচ্ছা এই জিনিসটা হচ্ছে না। তার জন্য কী কী দায়ী? কারা দায়ী? কী কী পরিবর্তন করতে হবে? কিংবা জিনিসটা কিভাবে হবে, তা ভেবেছেন? ভাবনার দায়টা কার?