ভারতীয় কলা-কুশলী জটিলতায় শুটিং বন্ধ
সপ্তাহ দুয়েক আগে মাহিকে নিয়ে ‘মনে রেখো’র শুটিং শুরু করে প্রযোজনা প্রতিষ্ঠান হার্টবিট প্রোডাকশন। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। এতে মাহির বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়ক বনি সেনগুপ্ত।
কিন্তু কয়েকদিন শুটিংয়ের পর জানা যায়, দেশীয় চলচ্চিত্রে মাত্রাতিরিক্ত ভিনদেশি শিল্পী ও কলাকুশলী ব্যবহার করা হচ্ছে। যার প্রতিবাদ করে বাংলাদেশ চলচ্চিত্রের ফাইট, ড্যান্সসহ আরও কিছু সংশ্লিষ্ট প্রতিষ্ঠান। বিশেষ করে এফডিসিতে পরিচালক সমিতিকে লিখিতভাবে অভিযোগ করেছে এসব সংগঠন।
৩০ মার্চ এসব অভিযোগের ভিত্তিতে এফডিসিতে এক জরুরি সভার ডাক দেয়া হয়। সভায় সবার সম্মতিক্রমে সিদ্ধান্ত নেয়া হয়, সংশ্লিষ্ট সংগঠনের অনুমতি ছাড়া শুটিংয়ে অংশ নিলে সদস্য পদ বাতিল করা হবে। ভোটের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ ছবির আরেক অভিনেতা মিশা সওদাগর ছবির শুটিং সেট থেকে চলে আসেন।
তিনি মানবজমিনকে বলেন, আমি শুটিং সেট থেকে চলে এসেছি। এসব সমস্যার সমাধান হওয়া দরকার। দেশীয় টেকনিশিয়ানদের কাজের সুযোগ দিতে হবে। কারণ এটা আমাদের দেশীয় ছবি। আমার মনে হয় এরইমধ্যে এর সমাধান হবে, তারপর আবারও আমি কাজ শুরু করব।
অন্যদিকে, পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, আমরা আজ প্রযোজক সমিতিসহ অন্য সংগঠনের সঙ্গে বসব। এরপর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়া হবে। তবে মাহি অভিনীত ‘মনে রেখো’ ছবির শুটিং আপাতত বন্ধ রয়েছে। সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত তা শুরু হবে না। উল্লেখ্য, মাহি অভিনীত এ ছবিটি এবারের রোজার ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে পরিচালক বা মাহি কোনো মন্তব্য করতে চাননি।