ভারতের উৎসবে বাংলাদেশের তিন ছবির প্রিমিয়ার
৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) বাংলাদেশের চারটি ছবি ঠাঁই পেয়েছে। নির্বাচিত একটি ছবি বাদে বাকিগুলোর প্রিমিয়ার হবে ওই উৎসবে।
এর মধ্যে আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনয়ন পেয়েছে আকরাম খানের সিনেমা ‘নকশিকাঁথার জমিন’; সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি প্রযোজনা করেছে টিএম ফিল্মস।
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় একাত্তরের যুদ্ধদিনের কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।
প্রতিযোগিতার বাইরে ‘সিনেমা অব ওয়ার্ল্ড’ বিভাগে বাংলাদেশের আরও তিনটি সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’, নূর ইমরান মিঠুর ‘পাতালঘর’ ও খন্দকার সুমনের ‘সাঁতাও’।
‘পাতালঘর’ সিনেমায় আছেন নুসরাত ফারিয়া, আফসানা মিমি, গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, মামুনুল হক, রওনক হাসান, অর্ষা প্রমুখ।
এ ছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যাপনের চিত্রায়নে নির্মিত ‘সাঁতাও’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক।
গোয়ার এই চলচ্চিত্র উৎসবকে বলা হয় ভারতীয় উপমহাদেশের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব। এবারের আসরের পর্দা উঠছে ২০ নভেম্বর; শেষ হবে ২৮ নভেম্বর।
এ সব ছবির সঙ্গে সংশ্লিষ্ট কলা-কুশলীদের টিম যাবে বলে জানা গিয়েছে।