Select Page

ভারতের উৎসবে বাংলাদেশের তিন ছবির প্রিমিয়ার

ভারতের উৎসবে বাংলাদেশের তিন ছবির প্রিমিয়ার

৫৩তম ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় (আইএফএফআই) বাংলাদেশের চারটি ছবি ঠাঁই পেয়েছে। নির্বাচিত একটি ছবি বাদে বাকিগুলোর প্রিমিয়ার হবে ওই উৎসবে।

এর মধ্যে আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেলের জন্য মনোনয়ন পেয়েছে আকরাম খানের সিনেমা ‘নকশিকাঁথার জমিন’; সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমাটি প্রযোজনা করেছে টিএম ফিল্মস।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্প ‘বিধবাদের কথা’ অবলম্বনে এ সিনেমায় একাত্তরের যুদ্ধদিনের কথা তুলে এনেছেন নির্মাতা। এতে দুই বোনের চরিত্রে জয়া আহসান ও সেঁওতি; দুই ভাইয়ের চরিত্রে ইরেশ যাকের ও রওনক হাসানকে দেখা যাবে। গুরুত্বপূর্ণ দুই চরিত্রে আছেন দুই ভাই দিব্য জ্যোতি ও সৌম্য জ্যোতি।

প্রতিযোগিতার বাইরে ‘সিনেমা অব ওয়ার্ল্ড’ বিভাগে বাংলাদেশের আরও তিনটি সিনেমা প্রদর্শিত হবে। এর মধ্যে রয়েছে গিয়াস উদ্দিন সেলিমের ‘পাপ-পুণ্য’, নূর ইমরান মিঠুর ‘পাতালঘর’ ও খন্দকার সুমনের ‘সাঁতাও’।

‘পাতালঘর’ সিনেমায় আছেন নুসরাত ফারিয়া, আফসানা মিমি, গিয়াস উদ্দিন সেলিম, সালাহউদ্দিন লাভলু, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু, মামুনুল হক, রওনক হাসান, অর্ষা প্রমুখ।

এ ছাড়া প্রান্তিক জনগোষ্ঠীর জীবন যাপনের চিত্রায়নে নির্মিত ‘সাঁতাও’-এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আইনুন পুতুল ও ফজলুল হক।

গোয়ার এই চলচ্চিত্র উৎসবকে বলা হয় ভারতীয় উপমহাদেশের অন্যতম বড় চলচ্চিত্র উৎসব। এবারের আসরের পর্দা উঠছে ২০ নভেম্বর; শেষ হবে ২৮ নভেম্বর।

এ সব ছবির সঙ্গে সংশ্লিষ্ট কলা-কুশলীদের টিম যাবে বলে জানা গিয়েছে।


মন্তব্য করুন