ভিডিওটি মেয়ের নয়, জানালেন সাবিলার মা
বুধবার বিকেল থেকে ১৩ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে পড়ে। যেখানে আপত্তিকর অবস্থায় দেখা যায় এক তরুণীকে। মূলত এই তরুণীকে ঘিরেই উচ্চারিত হয় সাবিলা নূরের নাম। তবে এ অভিনেত্রী ও মডেলের মা জানালেন, ভিডিওটির তার মেয়ের নয়। খবর বাংলাদেশ প্রতিদিন।
তিনি বলেন, বেশ কয়েকজন এ বিষয়ে আমাকে অবগত করেছেন। কিন্তু আপনাদেরকে বলছি ১০০ ভাগ, আমি আবার বলছি, ১০০ ভাগ গ্যারান্টি দিয়ে বলতে পারি, এমন কোনো ঘটনার সঙ্গে আমার মেয়ে জড়িত নয়। আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, কেউ যেন এটা নিয়ে অপপ্রচার না চালায়। ভিডিওর মেয়েটি সাবিলা নয়।
সাবিলা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জানিয়ে মুসরাত জাহান বলেন, সাবিলার সঙ্গেও আমার কথা হয়েছে, সেও আমাকে নিশ্চিত করেছে, এই ভিডিওটি তার না। সাবিলা বলেছে, কেউ হয়তো তাকে নিয়ে ষড়যন্ত্রের অংশ হিসেবে এটা করেছে।
সাবিলার মা আরো বলেন, ইতিমধ্যে বিষয়টা নিয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে একটি মামলার প্রাথমিক প্রস্তুতি নিয়েছি। যারা যারা এই মিথ্যা অপপ্রচারকে বেগবান করছে, তাদেরকেও খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানাবো।
এদিকে এ ভিডিওকে কেন্দ্র করে শোবিজ অঙ্গনের তারকারা ক্ষোভ প্রকাশ করেছেন। সাবিলার নামে ইউটিউবে ভিডিও প্রকাশ করা অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি তুলেছেন তারা।