ভিসা জটিলতা নয়, শিডিউল ফাঁসিয়েছেন বনি
ওয়াজেদ আলী সুমনের ‘মনে রেখো’ ছবিতে মাহির সঙ্গে জুটি বেঁধেছিলেন কলকাতার বনি সেনগুপ্ত। মার্চে ছবির শুটিংয়ে ঢাকায় আসেন ‘বরবাদ’ নায়ক। ছবির দ্বিতীয় লটের শুটিং হওয়ার কথা ছিল ৯ জুলাই। ওই সময় শোনা যায় ভিসা জটিলতায় আটকে গিয়েছিলেন বনি। এখন শোনা যাচ্ছে তার উল্টোটা। সূত্র বাংলাদেশ প্রতিদিন।
বনি ও মাহির কাছ থেকে শিডিউল নিয়ে পরিচালক এফডিসির ৪ নম্বর ফ্লোরে সেট নির্মাণ করেন। পাঁচ লাখ টাকা ব্যয়ে নির্মিত সেটে গান ও কয়েকটি দৃশ্যের শুটিং হওয়ার কথা ছিল।
কিন্তু ৮ জুলাই রাত সাড়ে ৮টার দিকে বনি এক মেসেজে জানান, তিনি বংলাদেশে আসতে পারবেন না। কারণ হিসেবে উল্লেখ করেন কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশের ছবিতে তিনি পুরো জুলাই মাস শিডিউল দিয়েছেন।
বনির এমন হঠাৎ সিদ্ধান্তে প্রায় ২০ লাখ টাকা ক্ষতির সম্মুখীন হয়েছেন বলে দাবি করেন প্রযোজক তাপসী ঠাকুর।
পরিচালক সুমন বলেন, ‘শুধু যে আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছি তাই নয়, অন্য শিল্পীদের শিডিউল আবার কবে ম্যানেজ করতে পারব তারও ঠিক নেই। বলতে গেলে পুরো ছবিটিই আটকে গেল। ’
এর আগে বিদেশি শিল্পীদের ওয়ার্ক পারমিট না থাকায় ও মাহির শিডিউল জটিলতায় সিনেমাটির শুটিং দুই দফায় আটকে যায়।