
ভেনিস চলচ্চিত্র উৎসবে রিকিতা নন্দিনী শিমু অভিনীত ছবি
এর আগে রিকিতা নন্দিনী শিমু অভিনীত ছবি একাধিক আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে, ফ্রান্সের একটি উৎসবে ‘মেড ইন বাংলাদেশ’ ছবির প্রধান চরিত্রে অভিনয়ের জন্য পেয়েছেন পুরস্কার। এবার বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ইতালির ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ৭৮তম আসরের হরাইজন বিভাগে প্রদর্শিত হবে শিমু অভিনীত ছবি।

তবে বাংলাদেশের নয়, ভারতের বিক্রম আদিত্যের ‘ওয়ান্স আপন এ টাইম ইন কলকাতা’য় অভিনয় করেছেন ঢাকার শিমু।
বিক্রমের আগের দুই ছবি ‘আসা যাওয়ার মাঝে’ ও ‘জোনাকি’ দারুণ আলোচিত এবং সমালোচকদের অতিপ্রিয়!
‘ওয়ান্স আপন এ টাইম ইন কলকাতা’ ভারতের একমাত্র সিনেমা হিসেবে ভেনিসে প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।
শিমু ছাড়াও এ ছবির পর্দার সামনে ও পেছনে কাজ করেছেন বাংলাদেশের একাধিক ব্যক্তি। যেমন; শিল্প নির্দেশনায় কাজ করেছেন ওয়েব সিরিজ ‘তাকদীর’ এর শিল্প নির্দেশক সাদ্দাম খন্দকার জয়।
সদ্য কন্যা হারানো এক মাকে নিয়ে ছবিটির গল্প। ইলাকে পারিবারিক থিয়েটারের মালিকানার অংশীদার করতে অস্বীকার করেন তাঁর সাত ভাই। দিনে দিনে ইলার কাছে কলকাতা শহরটা অচেনা হয়ে ওঠে। হয়ে ওঠে অন্ধকার। এই অন্ধকার থেকে বেরিয়ে আসার জন্য শৈশবের স্মৃতির আশ্রয় নেন ইলা। এই শহরে কাটানো শৈশবের পুরোনো স্মৃতি তাঁকে নতুন সূচনার আশা জোগায়।

কলকাতার গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বিক্রম আদিত্য বলেন, ফিল্মের ধারণার জীবাণুটি আমার কাছে এসেছিল যখন আমি প্রথম দেখেছিলাম যে প্রায় পাঁচ বছর আগে আইকনিক সায়েন্স সিটি ডাইনোসরটির উপরে ফ্লাইওভারটি নির্মাণ করা হচ্ছিল।
এক বিবৃতিতে আদিত্য জানিয়েছেন, এই ফিল্মটি কলকাতা শহর এবং এর জনগণের জন্য ব্যক্তিগত অনুভূতি এবং আবেগের সমাপ্তি। বিশেষত এটি দ্রুত পরিবর্তিত বিশ্বের দিকে নজর দেওয়ার চেষ্টা করে। সত্যিকারের চরিত্র এবং বাস্তব ঘটনাবলী যা আমার অতীতের ‘কমিউনিস্ট’ শহরের বিভিন্ন স্তরকে দেখানো হয়েছে, যা হয়তো কিছু মাত্রায় বেদনাদায়ক, কিন্তু তবুও তাতে আশা এবং আনন্দ ছিল। ফিল্মটি বিস্তৃত মহানগরীতে শ্বাস নিতে-নিতে হাঁপাতে থাকা মানুষের আকাঙ্ক্ষা ও সংগ্রামকে তুলে ধরে।

ছবিতে আরও অভিনয় করেছেন শ্রীলেখা মিত্র, ব্রাত্য বসু, সত্রাজিৎ সরকার, অরিন্দম ঘোষ, অনির্বাণ চক্রবর্তী এবং নবাগত শায়ক রায় প্রমুখ।
সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে বাংলাদেশের প্রথম অফিশিয়াল সিলেকশন ‘রেহানা মরিয়ম নূর’। উৎসবে সিনেমাটির পাশাপাশি আলো ছড়িয়েছিলেন প্রধান অভিনেত্রী আজমেরী হক বাঁধন। তবে ‘ওয়ান্স আপন এ টাইম ইন কলকাতা’য় শিমু অভিনীত চরিত্র ও তার ব্যাপ্তি নিয়ে বিস্তারিত জানা যায়নি।