Select Page

মাধুরীর বডিগার্ড প্রসঙ্গে মোশাররফ

মাধুরীর বডিগার্ড প্রসঙ্গে মোশাররফ

madhuri-dixit-mosharof-karimবেশ কয়েকদিন আগে খবরটি ছড়িয়ে পড়লেও নিশ্চিত করতে পারেনি কেউ। এবার যুগান্তর মোশাররফ করিমের জবানেই জানালো মাধুরী দীক্ষিতের বডিগার্ড চরিত্রে অভিনয়ের সত্যতা।

তিনি বলেন, ‘এখন পর্যন্ত খবরটি সত্যই আছে। ছবিটির নাম ‘সিতারা’। সাহিত্যিক আবুল বাশারের গল্প অবলম্বনে নির্মিত ছবিটি পরিচালনা করবেন কলকাতার পরিচালক আশিস কুমার রায়। মূলত বাংলাদেশের সীমান্তে চোরাচালান নিয়ে সিতারা সিনেমার কাহিনী গড়ে উঠেছে। ছবিটিতে অভিনয় বিষয়ে আমার সঙ্গে চূড়ান্ত কথা হয়েছে।’

কী ধরনের চরিত্রে অভিনয় করছেন?- প্রশ্নে বলেন, ‘গল্প পরিবর্তন না হলে এ ছবিতে আমাকে মাধুরী দীক্ষিতের বডিগার্ডের চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। আপাতত এর বেশিকিছু আর ছবিটি সম্পর্কে বলতে পারছি না। ২০১৭ সালের জানুয়ারি মাসের শুরুর দিকেই শুটিং করার কথা রয়েছে। তখনই সব জানতে পারবেন সবাই।’

হাতে থাকা সুমন আনোয়ারর ‘কয়লা’ সম্পর্কে বলেন, ‘চলতি বছরের মাঝামাঝি সময়ে ‘কয়লা’ ছবিটির জন্য চুক্তিবদ্ধ হয়েছি। এতে আমার বিপরীতে মৌসুমী হামিদ অভিনয় করবেন। শিগগিরই এ ছবিটির শুটিং শুরু হবে।’

তৌকীর আহমেদের ‘হালদা’ও দেখা যাবে এ তারকাকে। সিনেমাটির সর্বশেষ অবস্থা নিয়ে মোশাররফ বলেন, ‘ছবিটির গুরুত্বপূর্ণ ও কঠিন দৃশ্যগুলোর শুটিং শেষ হয়েছে। বেশ কিছুদিন হালদা নদীর আশপাশে অবস্থান করে এর শুটিং শেষ করেছি। নদীকেন্দ্রিক হওয়ায় দৃশ্যগুলো করতে বেশ পরিশ্রম করতে হয়েছে। কিছুদিনের মধ্যে আবার বাকি শুটিং ধারণ করা হবে। ছবিটি করতে গিয়ে দারুণ সব অভিজ্ঞতা হচ্ছে।’

জনপ্রিয় এ অভিনেতাকে সর্বশেষ দেখা গেছে ‘অজ্ঞাতনামা’য়। এ সিনেমা পরিচালকও তৌকীর আহমেদ।


Leave a reply