Select Page

মান্নার মৃত্যুবার্ষিকী

মান্নার মৃত্যুবার্ষিকী

mannaসোমবার চিত্রনায়ক মান্নার ষষ্ঠ প্রয়াণ দিবস। ২০০৮ সালের এদিনে তিনি মৃত্যুবরণ করেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছে বিএমডিবি পরিবার। 

১৯৬৪ সালে টাঙ্গাইলের কালিহাতীতে জন্ম নেন মান্না। তার আসল নাম এস এম আসলাম তালুকদার। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাস করার পরই ১৯৮৪ সালে তিনি ‘নতুন মুখের সন্ধানে’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এরপর থেকে একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে সেরা নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করেন। তিনি ২০০ এর অধিক সিনেমায় অভিনয় করেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- দাঙ্গা, দেশপ্রমিক, উত্তরে খেপ, তেজী, আম্মাজান প্রভৃতি।

তার প্রযোজনা প্রতিষ্ঠানের নাম কৃতাঞ্জলী চলচ্চিত্র। এখান থেকে তার অভিনীত বেশ কিছু ব্যবসাসফল ছবি নির্মিত হয়েছে। ছবিগুলো হচ্ছে- লুটতরাজ, লাল বাদশা, আব্বাজান, স্বামী স্ত্রীর যুদ্ধ, দুই বধূ এক স্বামী, মনের সাথে যুদ্ধ, মান্না ভাই ও পিতা মাতার আমানত।

মৃত্যুর পূর্বপর্যন্ত তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

২০০৫ সালে জাতীয় চলচ্চিত্র সেরা অভিনেতা পুরস্কার  পান মান্না। এ ছাড়াও মেরিল-প্রথম আলো পরস্কারও  পেয়েছেন তিনি।


Leave a reply