মারা গেছেন ‘চাঁদের আলো’-খ্যাত নির্মাতা শেখ নজরুল ইসলাম
‘চাঁদের আলো’-খ্যা চলচ্চিত্র নির্মাতা শেখ নজরুল ইসলাম আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ২২ নভেম্বর দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন, বয়স হয়েছিল বয়স হয়েছিল ৮১ বছর।

শেখ নজরুল ইসলাম একই সঙ্গে ছিলেন নির্মাতা, কাহিনিকার, সংলাপ ও চিত্রনাট্যকার, গীতিকার এবং অভিনেতা।
শেখ নজরুল ইসলামের জন্ম ১৯৪৪ সালের ৭ নভেম্বর। তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
১৬ নভেম্বর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন শেখ নজরুল ইসলাম। এর পর থেকেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
নির্মাতা জহির রায়হান ও খান আতাউর রহমানের সঙ্গে সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে নাম লেখান শেখ নজরুল ইসলাম। ১৯৭৪ সালে মুক্তি পায় তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘চাবুক’।
এরপর একে একে নির্মাণ করেন ‘চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ–শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’, ‘দমন’, ‘জোছনার প্রেম’ ও ‘মা বড় না বউ বড়’।
১৯৯২ সালে ‘এই নিয়ে সংসার’ সিনেমায় অভিষেক হলেও ওমর সানীকে একক নায়ক হিসেবে শক্ত ভিত্তি দেয় পরের বছর মুক্তি পাওয়া ‘চাঁদের আলো’। এ সিনেমায় নায়িকা হিসেবে অভিষেক হয় মুক্তির।
ষাটের দশকে শেখ নজরুল ইসলাম ‘সাত ভাই চম্পা’ ছবিতে অভিনয় করেন। এরপর তাকে দেখা যায় বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে। জহির রায়হানের অসমাপ্ত ‘লেট দেয়ার বি লাইট’–এ সহকারী হিসেবে কাজ করেন; একটি চরিত্রে অভিনয়ও করেন।






