মারা গেছেন ‘চাঁদের আলো’-খ্যাত নির্মাতা শেখ নজরুল ইসলাম
মাইল্ড স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা গেছেন ‘চাঁদের আলো’ খ্যাত নির্মাতা শেখ নজরুল ইসলাম (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকাল এই নির্মাতার বয়স হয়েছিল ৮১ বছর।

১৬ নভেম্বর মাইল্ড স্ট্রোকে আক্রান্ত আক্রান্ত হলে ইবনে সিনা হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। মৃত্যুর আগ পর্যন্ত সেখানেই চিকিৎসাধীন ছিলেন তিনি।
শেখ নজরুল ইসলাম একই সঙ্গে ছিলেন নির্মাতা, কাহিনিকার, সংলাপ ও চিত্রনাট্যকার, গীতিকার এবং অভিনেতা। খান আতাউর রহমান ও জহির রায়হানের সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে পথচলা শুরু তাঁর।

১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের কালিগঞ্জ থানার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন নজরুল ইসলাম। ষাটের দশকে শেখ নজরুল ইসলাম ‘সাত ভাই চম্পা’ ছবিতে অভিনয় করেন। এরপর তাঁকে বেশ কয়েকটি ছবিতে অভিনয় করতে দেখা যায়। নির্মাতা জহির রায়হান ও খান আতাউর রহমানের সঙ্গে কাজ করেছেন। তিনি জহির রায়হানের অসমাপ্ত ‘লেট দেয়ার বি লাইট’–এ সহকারী হিসেবে কাজ করেন এবং একটি চরিত্রে অভিনয়ও করেন।
তার পরিচালিত প্রথম সিনেমা ‘চাবুক’ মুক্তি পায় ১৯৭৪ সালে। শেখ নজরুল ইসলাম নির্মিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘নদের চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’ প্রভৃতি।
তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন। আজ রোববার ভোর চারটায় শেখ নজরুল ইসলামের মরদেহ তাঁর গ্রামের বাড়ি নাটোরের কালিগঞ্জে নিয়ে যাওয়া হয়েছে। আজ জানাজা শেষ তাঁকে পারিবারিক করস্থানে দাফন করা হবে।






