Select Page

মারা গেছেন ‘ছুটির ঘন্টা’র পরিচালক আজিজুর রহমান

মারা গেছেন ‘ছুটির ঘন্টা’র পরিচালক আজিজুর রহমান

কিংবদন্তি পরিচালক আজিজুর রহমান মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

পরিচালকের মেয়ে আলিয়া রহমান বিন্দি খবরটি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার (১৪ মার্চ) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টার দিকে কানাডার টরেন্টোতে মারা গেছেন আজিজুর রহমান। 

আরও জানান, তার বাবার মরদেহ কানাডা থেকে ঢাকায় নেওয়ার প্রক্রিয়া চলছে। জন্মস্থান বগুড়ার সান্তাহারের পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হবে।

আজিজুর রহমান দীর্ঘদিন ধরে ফুসফুসের সমস্যায় ভুগছিলেন। এর আগেও একাধিকবার তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

১৯৩৯ সালের ১০ অক্টোবর তিনি উপজেলার সান্তাহার রেলওয়ে জংশন শহরের কলসা সাঁতাহার মহল্লায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম রুপচাঁন প্রামানিক। তিনি স্থানীয় আহসানুল্লাহ ইনস্টিটিউট থেকে এসএসসি পাস ও ঢাকা সিটি নাইট কলেজ থেকে এইচএসসি পাস করার পর চারুকলা আর্ট ইনস্টিটিউটে কমার্শিয়াল আর্টে ডিপ্লোমা করেন।

১৯৫৮ সালে খ্যাতিমান পরিচালক এতেহশামের সহকারী পরিচালক হিসাবে কাজ শুরু করেন।

১৯৬৭ সালে পরিচালক হিসেবে অভিষেক হয় আজিজুর রহমানের। নির্মাণ করেন ময়মনসিংহের লোককথা নিয়ে সিনেমা ‘সাইফুল মূলক বদিউজ্জামান’। তিনি ৫৪টি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তার পরিচালিত চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ছুটির ঘণ্টা’, ‘অশিক্ষিত’, ‘মাটির ঘর’, ‘জনতা এক্সপ্রেস’, ‘সাম্পানওয়ালা’, ‘ডাক্তার বাড়ি’, ‘গরমিল’, ‘স্বীকৃতি’, ‘সমাধান’, ‘অগ্নিশিখা’, ‘লাল কাজল’, ‘দিল’, ‘ঘরে ঘরে যুদ্ধ’, ‘অপরাধ’, ‘গরমিল’, ‘মায়ের আচঁল’ প্রভৃতি।

ছুটির ঘণ্টা ছবির একটি দৃশ্য

১৯৭১ সালে প্রথম চলচ্চিত্র প্রযোজনা করেন আজিজুর রহমান। তাঁর প্রযোজিত প্রথম চলচ্চিত্র অশোক ঘোষ পরিচালিত ও রাজ্জাক-শবনম অভিনীত ‘নাচের পুতুল’। আজিজুর রহমান প্রযোজিত অন্যান্য চলচ্চিত্রের মধ্যে ‘কুচবরণ কন্যা’, ‘রঙিন রূপবান’, ‘কাঞ্চন মালা’, ‘জিদ’ উল্লেখযোগ্য। বাংলার পাশাপাশি তিনি ‘মেরে আরমান মেরে স্বপ্নে’, ‘সাত সেহেলী’, ‘পরদেশে রেহেনে দো’সহ বেশ কয়েকটি উর্দু ছবি পরিচালনা করেছেন।

অনেক দিন ধরে তিনি সপরিবারে কানাডায় বসবাস করছিলেন।


Leave a reply