Select Page

কাছের প্রেক্ষাগৃহে বিনামূল্যে দেখুন মুক্তিযুদ্ধের ৪ ছবি

কাছের প্রেক্ষাগৃহে বিনামূল্যে দেখুন মুক্তিযুদ্ধের ৪ ছবি

বিজয় দিবসে দেশের ১৫৭টি সিনেমা হলে চারটি মুক্তিযুদ্ধের ছবি প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে তথ্য মন্ত্রণালয়। ছবি চারটি হলো চাষী নজরুল ইসলামের ‌‘ওরা ১১ জন’, তৌকীর আহমেদের ‘জয়যাত্রা’, হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ ও নাসির উদ্দীন ইউসুফের ‘গেরিলা’।

এই প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত বলে জানিয়েছে প্রথম আলো।

তথ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রতিবছরই বিজয় দিবস ও স্বাধীনতা দিবসে দেশের একাধিক প্রেক্ষাগৃহে এ ধরনের মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শন করা হয় বলে জানান মন্ত্রণালয়ের চলচ্চিত্র বিভাগের উপসচিব শাহিন আরা বেগম। তিনি বলেন, ‘প্রতিবছরই মুক্তিযুদ্ধভিত্তিক ছবি প্রেক্ষাগৃহে প্রদর্শনীর ব্যবস্থা করি আমরা। ছাত্রছাত্রী, সাধারণ মানুষ বিনা মূল্যে ছবিগুলো দেখার সুযোগ পান। এসব ছবি থেকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সম্পর্কে ধারণা তৈরি হবে সবার।’

এ ধরনের উদ্যোগকে প্রশংসা করে জয়যাত্রা ছবির পরিচালক তৌকীর আহমেদ বলেন, ‘খুবই প্রশংসনীয় উদ্যোগ এটি। এর আগে জাতীয় চলচ্চিত্র উত্সব আয়োজন করে ৬৪টি জেলায় ভালো ভালো ছবি দেখানো হয়েছিল। এতে শুধু জনরুচিই উন্নত হবে না, চলচ্চিত্রের প্রতি মানুষের আকর্ষণ আরও বাড়বে।’


মন্তব্য করুন