Select Page

মারা গেছেন বিখ্যাত পরিচালক রহীম নওয়াজ

মারা গেছেন বিখ্যাত পরিচালক রহীম নওয়াজ

বিশিষ্ট চিত্রপরিচালক রহীম নওয়াজ, আজ ২৪ সেপ্টেম্বর ২০২২ শনিবার, ভোররাতে বার্ধক্যজনিত কারণে ঢাকার কল্যানপুরস্থ নাভানা আবাসিক এলাকার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

তার জন্ম ১৯৩৮ সালের ২২ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ায়। তিনি কোলকাতায় দেবেন্দ্র ম্যানসনে থাকাকালীন সময়ে আরেক বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জহির রায়হানের সহপাঠি ও বন্ধু ছিলেন। পরে আলোকচিত্রে আগ্রহী হন। আলোকচিত্র থেকেই তার চলচ্চিত্রে আগমন। বন্ধু জহির রায়হানের ‘সংগম’ (উর্দু, রঙ্গীন, ১৯৬৪) চলচ্চিত্র দিয়েই। এরপর জহির রায়হানের সব চলচ্চিত্রের সাথেই জড়িত ছিলেন। জহির রায়হানের চলচ্চিত্র নির্মাণ প্রতিষ্ঠান ‘লিটল সিনে সার্কেল’-এর একজন সদস্য ছিলেন। সিরাজগঞ্জে শুটিংকৃত জহির রায়হানের ‘আনোয়ারা’ (১৯৬৭) এর স্থির চিত্রগ্রাহক ও সহযোগী পরিচালক হিসেবে কাজ করেছেন। পরবর্তীকালে স্টার সিনেওয়ার্ক গোষ্ঠীর সাথে যৌথভাবে ‘দুই ভাই’ (১৯৬৮) ও ‘সংসার’ (১৯৬৮) চলচ্চিত্র নির্মাণ করেন। একক পরিচালক হিসেবে তার নির্মিত প্রথম চলচ্চিত্র ‘সুয়োরাণী দুয়োরাণী’। এরপর তিনি ‘মনের মত বউ’ (১৯৬৯), ‘যোগ বিয়োগ’ (১৯৭০), ‘আপনজন’(১৯৭৫), ‘রাতের কলি’ (১৯৭৭), ‘অসাধারন’(১৯৮৫) ইত্যাদি চলচ্চিত্র পরিচালনা করেছেন।

উনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যা রেখে গেছে।আজ বাদ জোহর তার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।

তথ্য: মীর শামছুল আলম বাবু ও ছবি: আজাদ আবুল কাশেম।


Leave a reply