মালেক আফসারীর সেই ছবির নাম ‘জানোয়ার’, প্রযোজক জাজ, নায়িকা জেসিয়া
কয়েকদিন আগে ‘মৌলিক গল্পে’ নিজের ২৫তম সিনেমার ঘোষণা দেন মালেক আফসারী। জাজ মাল্টিমিডিয়ার ঘোষণা থেকে ধারণা করা হচ্ছে, সেই ছবি হতে যাচ্ছে ‘জানোয়ার’।
বৃহস্পতিবার জাজের ফেসবুক পেজে একটি ছবির পোস্ট করা হয়। যেখানে আছেন মালেক আফসারী, জাজের কর্ণধার আব্দুল আজিজ ও মিস ওয়ার্ল্ড বাংলাদেশ জেসিয়া ইসলাম।
ক্যাপশনে লেখায় ‘জানোয়ার’ লোডিং। অর্থাৎ, নতুন এ ছবির নাম এটি।
এর আগে জাজের সঙ্গে পরীমণি অভিনীত ‘রক্ত’ করার কথা থাকলেও শেষ মুহূর্তে পিছিয়ে যান মালেক আফসারী। ভারতের সিনেমার সেট থেকে দেশে ফিরে আসেন।
সম্প্রতি নতুন ছবি নিয়ে আফসারী বলেন, ‘আমার জীবনে অনেক ছবিই বানিয়েছি। এর অর্ধেক ছবিই নকল গল্পের, কিন্তু এটা হবে মৌলিক গল্পে। একটা সময়ে বানানো গেছে নকল গল্পে। এখন তা সম্ভব না। কারণ ইন্টারনেটের যুগে ২ মিনিট লাগবে কোন ছবি থেকে কপি করেছি। তবে আমি হয়তো হলিউডের ছবির মেকিং ডিজাইনটা ফলো করবো। আমি এটা করি। মেকিং ডিজাইন ফলো করি আমি।’
ছবিটির চিত্রনাট্য লিখবেন আবদুল্লাহ জহির বাবু। এ প্রসঙ্গে কয়েক দিন বাবু জানিয়েছিলেন, আফসারীর সঙ্গে তার ছবিটি প্রাথমিক আলাপ হয়েছে। এখন পর্যন্ত কী গল্প নিয়ে তাকে চিত্রনাট্য করতে হবে তা জানেন না তিনি।
গল্প কী হবে না জানালেও ছবির ধরন হবে ‘অ্যাকশন’। কারণ আফসারী বিশ্বাস করেন এই মুহুর্তে ইন্ডাস্ট্রির জন্য দরকার বাণিজ্যিক ছবির। আর অ্যাকশন ছবি ব্যবসায়িকভাবে সফল হয় বেশি। তার মতে, এ মুহূর্তে রোমান্টিক ছবি কিংবা ‘এই ঘর এই সংসার’-এর মত সামাজিক ছবি দিয়ে সিনেমা হলে দর্শক খুব একটা ফেরানো যাবে না।
মালেক আফসারী ১৯৮০-এর দশকের প্রথম দিকে সহকারী পরিচালক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। ‘পিয়াসী মন’ ছবিতে সহকারী পরিচালক হিসেবে প্রথম কাজ করেন। এরপর তিনি ‘লুটেরা’ ছবির কাহিনি রচনা করেন এবং ‘কার পাপে’ ছবির সংলাপ রচনা করেন। ১৯৮৩ সালে ‘ঘরের বউ’ ছবির মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন।