মাল্টিপ্লেক্সে বাংলা সিনেমার রাজত্ব অব্যাহত
গত ঈদুল আজহা থেকে দেশের মাল্টিপ্লেক্সে বইছে চলছে বাংলা সিনেমার জোয়ার। ‘পরাণ’ ও ‘হাওয়া’ এ ক্ষেত্রে বিপুল অবদান রেখেছে।
২৯ জুলাই সর্বোচ্চ শো নিয়ে যাত্রা করে মেজবাউর রহমান সুমনের সিনেমাটি। তার সঙ্গে পাল্লা দিয়ে চলছে রায়হান রাফী ঈদ রিলিজ। নতুন সপ্তাহেও সেই যাত্রা অব্যাহত থাকছে। হলিউডের সিনেমাও ঠাঁই পাচ্ছে না টিকিট কাউন্টারে।
স্টার সিনেপ্লেক্সের ৫ আউটলেটে দ্বিতীয় সপ্তাহে রেকর্ড ২৬টি শো পেয়েছে ‘হাওয়া’, যা আগের থেকে মাত্র ১টি কম। ‘পরাণ’ চতুর্থ সপ্তাহে পেয়েছে ১৪টি করে শো, আগের চেয়ে ২টি কম। এ ছাড়া ব্র্যাড পিটের নতুন রিলিজ ‘বুলেট ট্রেন’ ১২টি শো নিয়ে যাত্রা করেছে। সব মিলিয়ে ৫৮টি শো’র মধ্যে ৪০টি বাংলা সিনেমা।
অন্যদিকে ব্লকবাস্টার সিনেমাসে ‘হাওয়া’ পেয়েছে ১১টি শো। ‘পরাণ’ ও ‘দিন দ্য ডে’ চলবে ৩টি করে পর্দায়। এখানেও হলিউডের সিনেমা কোনঠাসা।
এ ছাড়া কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে ‘হাওয়া’ ও ‘পরাণ’ যথাক্রমে ৬টি ও ৪টি পর্দায় প্রদর্শিত হবে প্রতিদিন। আর ৩টি পর্দা পেয়েছে ‘বুলেট ট্রেন’।
চট্টগ্রামের সিলভার স্ক্রিনে ‘হাওয়া’ প্রতিদিন ৪-৫টি শো পেয়েছে। ‘পরাণ’ পেয়েছে ২টি করে শো। এখানে বাংলা সিনেমার চেয়ে কম পর্দা পেয়েছে ব্র্যাড পিটের সিনেমাটি।