
মাহি’র ‘হানিমুন’

‘হানিমুন’ হলো মাহীর নতুন ছবির নাম। সাফি উদ্দীন সাফির পরিচালনায় ‘হানিমুন’ ছবির কাজ শুরু হবে শিগগিরই।
কালের কন্ঠকে মাহি বলেন, “কিছুদিন আগে সাফি ভাইয়ের একটি ছবিতে চুক্তিবদ্ধ হই। জানতাম না ছবির নাম হবে ‘হানিমুন’! এখন কিন্তু ভালোই লাগছে। বিয়ের আগে জেনে যাব কিভাবে হানিমুন করতে হয়।”
‘হানিমুন’ ছবিতে মাহির বিপরীতে অভিনয়ের কথা রয়েছে শাকিব খানের; কিন্তু শাকিব দেশের বাইরে থাকায় এখনো তাঁকে চুক্তিবদ্ধ করা হয়নি বলে জানান পরিচালক।