Select Page

মুক্তির ঘোষণার পর এলো ‘শনিবার বিকেল’ ট্রেলার

মুক্তির ঘোষণার পর এলো ‘শনিবার বিকেল’ ট্রেলার

দেশের চার বছর আটকের পর কোনো সুরাহা না হলেও আগামী ১০ মার্চ যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ‘শনিবার বিকেল’। আজ মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) এই খবর আসার কয়েক ঘণ্টার ব্যবধানে ডিজিটাল প্লাটফর্মে প্রকাশ হলো ট্রেলার।

২০১৬ সালে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলার ঘটনার ছায়া অবলম্বনে ছবিটি তৈরি করেছেন ফারুকী, যদিও ট্রেলারের শুরুতে ‘বাস্তব কোনো ঘটনা বা চরিত্রের সঙ্গে মিল নেই ডিসক্লেইমার’ দেয়া হয়েছে। এই দাবি ছিল ঢাকার সেন্সর পরবর্তী আপিল বোর্ডের, যদিও তারা সম্প্রতি সবুজ সংকেত দিয়ে ছবিটি ছাড়েনি।

১ মিনিট ৪২ সেকেন্ডের ট্রেলারে হামলার নানান মুহূর্ত উঠে এলেও মূল আলো ফেলা হয়েছে এক ভারতীয়ের প্রতি জঙ্গিদের আচরণকে। কেন? সেই উত্তর হয়তো সিনেমাতে মিলতে পারে।

https://fb.watch/iQJvYVRgEJ/

এক শটে নির্মিত ‌‘শনিবার বিকেল’-এর বিশ্বব্যাপী পরিবেশক স্বত্ব পেয়েছে সিঙ্গাপুরভিত্তিক বিতরণ সংস্থা কন্টিনেন্টাল এন্টারটেইনমেন্ট পিটিই লিমিটেড (সিইপিএল)। তারা ভারতীয় সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্টের মাধ্যমে ১০ মার্চ আমেরিকা ও কানাডায় ছবিটি মুক্তি দেবে। পরবর্তী মাসগুলোতে অন্যান্য দেশে মুক্তি পাবে।

যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত চ্যাটার্জী, নুসরাত ইমরোজ তিশা, ইন্তেখাব দিনার এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।


মন্তব্য করুন